কোভিড সংক্রমণ ঠেকাতে আজ থেকেই রাজ্যের সব পর্যটনস্থল বন্ধ। পাশাপাশি পুজো, মাসাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। আর রবিবার নবান্ন থেকে বিধিনিষেধ ঘোষণা হতেই বেলুড় মঠ কর্তৃপক্ষ ঘোষণা করে জানিয়ে দিল যে নতুন বছরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। সরকারের তরফে আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এই আবহে সরকারের পরবর্তী নির্দেশিকার পরই বেলুড় মঠের তরফে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।রাজ্যজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে কোভোড বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নেয় সরকার। আর তারপরই মঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মন্দির বন্ধ রাখার বিষয়ে একটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, 'পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি দেওয়া কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।'এর আগে ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে ৫ জানুয়ারি থেকে ফের পুনরায় যথারীতি মঠ খোলা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ৫ জানুয়ারি মঠ খোলার আগেই ফের অনির্দিষ্টকালের জন্য তা বন্ধের বিজ্ঞপ্তি৷এদিকে বেলুড় মঠ বন্ধ হলেও এখনই বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির। তবে জানানো হয়েছে, মাস্ক ছাড়া মন্দিরে ঢোকা যাবে না। কোভিডবিধি মানা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানো হবে। মন্দির চত্বর স্যানিটাইজ করা হচ্ছে।