সাদা কিংবা ক্রিম রঙ বাদে অন্য যে কোনও রং করতে পারবে লাক্সারি ট্যাক্💧সি। তার জন্য ট൲্যাক্সি পিছু কুড়ি হাজার টাকা করে দিতে হবে। সম্প্রতি এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর।
১৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 💦বাণিজ্যিক পরিবহণের জন্য লাক্সারি ট্যাক্সি সাদা বা ক্রিম রং ছাড়া যে কোনও রং ব্যবহার করতে পারবে। তবে তার জন্য গাড়ি পিছু আবেদনকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে।
পরিবহণ সচিব জানিয়েছেন, এর জন্য পশ্চিম▨বঙ্গ ম🔥োটর যান বিধি ১৮৮৯-এ প্রয়োজনীয় সংশোধন করা হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী সাদা বা ক্রিম রঙ ছাড়া অন্য যে কোনও রঙ করা ট্যাক্সিকে বেঙ্গল লাক্সারি পারমিটের অনুমোদন দেওয়া হবে।
(পড়তে পারেন। বাংলার গ্🔴রামকে ভারতসেরা ঘোষণা করল পর্যটন মন😼্ত্রক, বিদেশ থেকে টুইট মমতার)
(পড়তে পারেন । রাজ্যকে শালবনির জমি ফেরাচ্ছে না জ♒িন্দাল গোষ্ঠী, তৈরি করবে শিল্প পার্ক)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,'পশ্চিমবঙ্গ মোটর যান বিধি ১৮৮৯এর ২৭০ (২) ধারা অনুযায়ী রাজ্য পরিবহণ দফಌতর কোনও বাণিজ্যিক গাড়িকে ভিন্ন রঙে রঙ করার অনুমতি༒ দিতে পারে।' তবে ভাল করে যাচাই করার পরই সরকার এই অনুমতি দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।