আগামিকালই শেষ দিন, কীভাবে পড়ুয়াদের ট্যাবের টাকার জন্য আবেদন করতে হবে? জানুন
1 মিনিটে পড়ুন Updated: 27 Dec 2020, 05:36 PM ISTহাতে আছে আর মাত্র একদিন।
) পোর্টালে পড়ুয়াদের যাবতীয় তথ্য আপলোড করতে হবে। সেই পোর্টালে জমা দিতꦦে হবে পড়ুয়াদের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও 🌊আইএফএসসি (IFSC) কোড। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সেই তথ্য আপলোড করতে হবে।
করোনাভাইরাস পরি෴স্থিতিতে ন'মাসেরও বেশি বন্ধ আছে রাজ্যের স্কুলগুলিতে। বিকল্প হিসেবে অনলাইনে পঠনপাঠন শুরু হলেও গ্রামের অধিকাংশ পড়ুয়ার ক্ষেত্রে স্মার্টফোন নেই। তার ফলে অনেক পড়ুয়ারাই সমস্যার মুখে পড়ছেন। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাগুলিকে অনলাইন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব প্রদান করা হবে। কিন্তু সপ্তাহখানেকে আগে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পড়ুয়াদের সরাসরি ট্যাব দেওয়া হবে না। বরং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পাঠানো হবে। তা দিয়ে পড়ুয়ারা অনলাইনে ক্লাস করার ট্যাব বা প্রয়োজনীয় ডিভাইস কিনে নিতে পারবে।