দুর্গাপুজোর সময় করোনাভাইরাস সংক্রান্ত বিধি 𒆙আꦆরও শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার। সব দোকান, রেস্তোরাঁ এবং পানশালা খোলা রাখা যাবে জানানো হল। যে নিয়ম আগামিকাল (১০ অক্টোবর) থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর হবে।
কী কী ছাড় দেওয়া হল, দেখে নিন একনজরে -
𝓀১) স্বাভাবিক সময় অনুযায়ী সব দোকান, রেস্তোরাঁ এবং পানশালা খোলা রাখা যাবে।
২) বর্তমান নিয়ম অনুযায়ী, পানশালা দেরিতে বন্ধের অনুমতি দেওয়া হ𒐪তে পার𓃲ে।
এমনিতেই গত মাসের শেষের দিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, দুর্গাপুজোর সময় (১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর) রাত্রিকালীন বিধিনিষেধ🎶 থাকবে না। অর্থাৎ আজ (৯ অক্টোবর) পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধের নিয়ম কার্যকর থাকবে। আগামিকাল (রবিবার) থেকে সেই নিয়মে ছাড় দেওয়া হবে। লক্ষ্মীপুজো পর্যন্ত সেই শিথিলতা চলবে।
পুজোর সময় একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়া হলেও এবারও মণ্ডপের ভিতর প্রবেশের ক্ষেত্রে ‘নো এন্ট্রির’ নিয়ম বজায় থাকবে। দর্শনার্থীরা পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র উদ্যোক্তাদের মণꦓ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, বড় মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ৪৫ জন ঢুকতে পারবেন। ছোটো মণ্ডপে সেই সংখ্যাটা ১০ থেকে ১৫ জনের মধ্যে থাকবে।