༺ ভারতীয় দল পার্থ টেস্টের শুরুতেই চাপে পড়ে গেছিল। কারণ মাত্র ১৫০ রানের মধ্যেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। যেটার ভয় করা হয়েছিল, সেটাই হয়। পার্থের ওই বাউন্সি উইকেটে কোনও উত্তরই ছিল না ভারতীয় ব্যাটারদের কাছে। শেষদিকে ঋষভ পন্ত এবং নীতীশ রেড্ডি যদি সম্মানরক্ষা করার ইনিংস না খেলতেন তাহলে ভারতের কপালে দুঃখ আরও নাচতে পারত।
😼আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
বুমরাহকে বিরাট পরামর্শ
🔴ভারতীয় দল বোলিং করতে নেমেই সিংহের আকার নেয়, আর অস্ট্রেলিয়ার ভয়ে গুটিয়ে যায়। অজিদের প্রথম উইকেটটি অবশ্য আসে বিরাট কোহলির সৌজন্যে। জসপ্রীত বুমরাহ বোলিং করছিলেন, বলটি এসে ওপেনার নাথান ম্যাকসুইনির পায়ে লাগে, যদিও বুমরাহ আউটের আবেদন করেন, কিন্তু আম্পায়াররা তা নটআউট দেন।
ꩲআরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
বিরাটের পরামর্শে ডিআরএস নেন বিরাট
🎃এরপরই বিরাট কোহলির পরামর্শে ডিআরএস নেন বুমরাহ। বল প্যাড লেগেছে বুঝলেও রিভিউ নেওয়া উচিত হবে কিনা কখনও বুঝতে পারছিলেন না বুমরাহ। সেই সময়ই এগিয়ে যান কোহলি, বুমরাহকে বোঝানোর চেষ্টা করেন রিভিউ নেওয়ার। বুমরাহকে বলতে শোনা যায়, ‘ক্লোজ হে(অর্থাৎ কাছাকাছি আছে’। এরপরই বিরাটকে বলতে শোনা যায়, ‘প্যাড পে লাগি হে পেহলে, লেলে লেলে, (অর্থাৎ প্যাডে লেগেছে আগে নিয়ে নে) ’।
ꦏআরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
রিভিউতে দেখা যায় আউট-
✤এরপর বুমরাহ রিভিউ নিতেই দেখা যায় বুমরাহর বল ইনসুইং হয়ে ঢুকে তা সরাসরি লাগছে উইকেটে। ১০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন নাথান ম্যাকসুইনি। মাত্র ৩ ওভারের মধ্যেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় ভারত। এরপর টানা অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপের ওপর চাপ বজায় রাখে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা।
🤪আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ক্যাচ মিসের পর আবার ক্যাচ নেন বিরাট
⛦তৃতীয় ওভারে মার্নাস লাবুশেনের উইকেটটিও তুলে নিতে পারত ভারত, কিন্তু বিরাট কোহলি ক্যাচ মিস করেন। সময়টা সত্যি খারাপ যাচ্ছে কোহলির, ব্যাটে রান পাচ্ছেন না। আর যেটায় তিনি সব থেকে ভালো, সেই ফিল্ডিংয়েও পয়েন্ট মিস করেই চলেছেন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই বিরাট কোহলি নিজের ভুল শুধরে নিয়ে, আরেক ওপেনার উসমান খোয়াজার ক্যাচ নিয়ে তাঁকে সাজঘরে পাঠান।