ꦍ একদা জেমস অ্যান্ডারসনের মতো পোড়খাওয়া পেসারকে রিভার্স স্কুপে ঋষভ পন্তের বাউন্ডারি মারা নিয়ে চর্চা হয় বিস্তর। ভারতের নতুন প্রজন্ম কতটা ডাকাবুকো, সেটা বোঝা যায় সেই শটেই। এবার পার্থে নীতীশ রেড্ডিকে ঠিক তেমনই কাণ্ড ঘটাতে দেখা যায়। পার্থের আগুনে পিচে প্যাট কামিন্সের মতো বিশ্বের অন্যতম সেরা পেসারের বাউন্সারে নীতীশ যেভাবে ছক্কা হাঁকান, তাতে বোঝা মুশকিল ছিল যে টেস্ট কেরিয়ারের এই প্রথমবার ব্যাট করতে নেমেছেন তিনি।
🍨শুক্রবার পার্থে হর্ষিত রানার সঙ্গে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হয় নীতীশ রেড্ডির। পেসার অল-রাউন্ডার হিসেবে অবদান রাখবেন, এই আশাতেই নীতীশকে মাঠে নামায় টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি তরুণ অল-রাউন্ডার। ২১ বছর বয়সী হর্ষিত টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রেখে ব্যাট হাতে দলের পারফর্ম্যান্সে নিজের আলাদা ছাপ রাখেন।
🧸প্রথম ইনিংসের ৩১.৪ ওভারে ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ওয়াশিংটন সুন্দর। ৮ নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি রানের ইনিংস খেলেন নীতীশ। ইনিংসের ৪৮তম ওভারে বল করতে এসে নীতীশের জন্য সুপরিকল্পিত জাল বিছিয়ে রাখেন প্যাট কামিন্স। তিনি থার্ডম্যান বাউন্ডারিতে মার্নাস ল্যাবুশানকে সতর্ক রেখে নীতীশ রেড্ডিকে শর্ট পিচড ডেলিভারি করেন।
🌸এক্ষেত্রে কামিন্সের ভাবনা ছিল স্পষ্ট। অজি দলনায়ক চাইছিলেন অফ-স্টাম্পের উপরে রাখা শর্ট বলে হাওয়ায় শট খেলুন অভিষেককারী নীতীশ রেড্ডি। সেক্ষেত্রে মিস টাইমিং হলেই থার্ডম্যানে ল্যাবুশানের হাতে ধরা পড়বেন নবাগত ব্যাটার।
🎶নীতীশ কামিন্সের চাল বুঝেও পালিয়ে বাঁচতে চাননি। বরং শর্ট বলে রান তোলার সুযোগ রয়েছে বুঝেই চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। ৪৭.৬ ওভারে কামিন্সের শর্ট বলে পিছনের দিকে শরীর বাঁকিয়ে নিখুঁত আপার কাট শট খেলেন নীতীশ। বল থার্ডম্যান ফিল্ডার ল্যাবুশানের মাথার উপর গিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। বল নাগালের বাইরে থাকায় ক্যাচ ধরার সুযোগ ছিল না ল্যাবুশানের সামনে। নীতীশের দুর্দান্ত শটে এই ছক্কাই বুঝিয়ে দেয়, কতটা ডাকাবুকো মানসিকতার তিনি।
ღউল্লেখ্য, আইপিএলে নীতীশ রেড্ডি ও প্যাট কামিন্স একই দলের হয়ে মাঠে নামেন। সানরাইজার্স হায়দরাবাদে নীতীশের ক্যাপ্টেন কামিন্স। তাই অভিষেক টেস্ট ইনিংসে মাঠে নামলেও কামিন্স নীতীশের কাছে চেনা বোলার সন্দেহ নেই।
✱শেষমেশ ৪১ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন নীতীশ রেড্ডি। ইনিংসে ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৫৯ বলের দাপুটে ইনিংসে নীতীশ ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪৯.৪ ওভার ব্যাট করে ১৫০ রানে অল-আউট হয়ে যায়।
🥃নীতীশ রেড্ডি ছাড়া পার্থের প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই চালান ঋষভ পন্ত। তিনি ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন। ৭৮ বলের লড়াকু ইনিংসে ঋষভ ৩টি চার ও ১টি ছক্কা মারেন। লোকেশ রাহুল ৭৪ বলে ২৬ রান করে বিতর্কিতভাবে আউট হয়ে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান করেন শুধু ধ্রুব জুরেল। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১১ রান করে মাঠ ছাড়েন।
🧜অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে জোশ হেজেলউড ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। উইকেট পাননি কেবল নাথান লিয়ন।