করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রীতিমত﷽ো হন্যে হয়ে হাসপাতালের বেডের খোঁজ করতে হচ্ছে। অনেকেইꦐ একাধিক হাসপাতালে ফোন করেও একটা খালি বেডও পাচ্ছেন না। সেই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সুবিধার্থে একটি ওয়েবসাইট চালু করল পশ্চিমবঙ্গ সরকার। তাতে রাজ্যের কোন হাসপাতালে কত বেড পড়ে আছে, তা দেখা যাবে। পাশাপাশি ভরতির জন্য আবেদনও করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
১) Integrate🌸d Covid Maꦬnagement System বা সাইটে যান।
২) স্ক্রিনের🌌 ডানদিকে 'E-SERVICES'-এর মধ্যে 'Check Bed Availability'-তে ক্লিক করুন।
৩) নয়া পেজ খুলে যাবে।
৪) 'Select Dist𒆙rict' অপশনের পাশের ‘Drop Down ꧃Box’ থেকে জেলা বেছে নিন।
৫) তিন ধরনের হাসপাতাল আছে - সরকারি হাসপাতাল (Government Hospital), সরকার নির্ধারিত হাসপা🌼তাল (Govt. Requisitioned Pvt. Hospital) এবং বেসরকারি হাসপাতাল (Private Hospital🦋)। যে কোনও একটি অপশন বেছে নিন।
৬) কোন হাসপাতꦫালে কত শয্যা বা বেড আছে, তা বোঝানোর জন্য তিনটি রঙের ব্✅যবহার করা হয়েছে।
৭) নিজের জে🐈লা ব🌺েছে নেওয়ার পর হাসপাতালের নাম, নম্বর দেখাবে। মোট বেড সংখ্যা, কত বেড ভরতি আছে, তাও দেখাবে।
৮) ♊তারপর ‘Fill Online Form for Admission’-এ๊ ক্লিক করুন।
৯) নয়া একটি পেজ খুলে যাবে।
১০) করোনাভাইরাসের টেস্টের সময় যে মোবাইন নম্বর ব্যবহার করেছেন, সেই মোবাইল দিন (Enter the mobiꦓle number used for COVID test)। তাতে ‘Send OTP’ করুন।
১১) আপনার ফোনে যে ওটিপি আসবে, তা বক্সে লিখুন। তারপর ‘Vꩵ♉erify OTP’ করুন।
১২) তারপর আবেদন জানিয়ে ফেলুন।