ভারত গৌরব ট্রেন। সাধারণ পর্যটকদের কাছে এই ট্রেনের চাহিদা ব্যপক। এবার সেই ট্রেনের যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। একের পর এক দ্রষ্টব্য জায়গাকে ছুঁয়ে যাবে এই ট্রেন। আগামী ১৮ মে থেকে এই ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল সূত্রে 🌸তেমনটাই জানা গিয়েছে।
এদিকে স্কুলে গরমের ছুট🧸ি পড়তে শুরু করেছে। অধিকাংশ ক্ষেত্রে রেজাল্টও বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্💙রে এই ট্রেনে চেপে যাওয়াটা অনেকের কাছেই বেশ সুবিধার।
ভারত গৌরব ট্রেন। সব মিলিয়ে ৮ রাত ৯ দিনের যাত্রা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। এরপর মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলির উপর দিয়ে যাবে এই ট্রেন। সেই সঙ্গেই বৈষ্ণো দেবী, হরিদ্বার, 🃏হৃষিকেশ, মথুরা, বৃন্দাবন ও অযোধ্য়ার মতো তীর্থক্ষেত্রকে ছুঁয়ে যাবে এই ট্রেন।
১৮ই মে এই ট্রেন তার ꦗযাত্রা শুরু করবে। এরপর সেই ট্রেন বৈষ্ণোদেবীতে পৌঁছবে ২০ মে। এরপর দুদিন সেখানেই ট্রেন থাকবে। এরপর ২২ ও ২৩ মে ট্রেন হরিদ্বার স্টেশনে থামবে। পরের দিন ট্রেন রওনা দেবে মথুরার দিকে। সেখান থেকে অ💞যোধ্য়ায় যাবে এই ট্রেন। একেবারে এক ট্রেনে ভারতের একাধিক তীর্থদর্শন হবে আপনার।
একবার নিউ জলপাইগুড়ি থেকে চেপে পড়লেই হবে। সেই ট্রেন এবার একের পর এক স্টেশনকে ছুঁয়ে যাবে। এবার ফেরার ট্রেন। সেই ট্রেনটি ২৬ শে মে পাটনা স্টেশনে যাবে। এরপর একে একে বিভিন্ন স্টেশ🎶ন হয়ে ফিরে আসবে এই ট্রেন।
তীর্থযাত্রীদের জন্য নানা ধরনের সুবিধা থাকছে। স্লিপার ও এসি থ্রি টায়ার দুরকম ব্যবস্থাই থাকছে এই ট্রেনে। এসি কামরায় এই গরমে যাত্রা করাটা অনেকটাই সুবিধার। এসি কামরায় যেতে চাইলে মাথা পিছু খরচ পড⛄়বে ২৯ হাজার ৫০০ টাকা করে। অনেকটাই আরামদায়ক জার্নি। বয়স্ক মানুষদের নিয়ে যারা যেতে চাইছেন তাঁরা এই এসি কামরায় যেতে পারেন। তবে যাঁরা স্লিপার ক্লাসের টি⛎কিট কাটবেন তাঁদের জন্য খরচ হবে ১৭ হাজার ৯০০ টাকা মাথাপিছু। এই ভারত গৌরব ট্রেনের মাধ্য়মে দেশের অন্য়তম বিখ্য়াত কিছু পর্যটনকেন্দ্রকে ছুঁয়ে যেতে পারেন।
এই ট্রেনের মাধ্য়মে পর্যটকরা অত্যন্ত সহজে ভারতের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। এক্ষেত্রে ট্রে♉ন বদল করার দরকার নেই। একই ট্রেনে দেখে নিন একাধিক জায়গা। এমনকী অযোধ্য়া দর্শনও হবে আপনার।