'🅺এক টাকার ডাক্তার' নামেই চেনে তাঁকে বীরভূমের মানুষ। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সেই 'এক টাকার ডাক্তার' সুশোভন বন্দ্যোপাধ্যায়।
১৯৬০-এর দশকে এমবিবিএস পাশ ক🗹রেন বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু। তারপর এমএফপিএ ও ডিসিপি করেন। পেয়েছেন স্বর্ণপಞদকও।
তারপর শুরু হয় কর্মজীবন। প্রথম থেকেই এক টাকায় রোগী দেখে আসছেন। জিনিসপত্রের দাম বাড়লেও নিজের ফি আর বাড়াননি সু🃏শোভনবাবু। বরং নিখরচায় অসংখ্য দুঃস্থ মানুষেরও চিকিৎসা করেছেন।
বহু বিশিষ্টজনের চিকিৎসা করেছেন সুশোভনবাব꧋ু। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলেন।
পাশাপাশি, রাজনীতির গণ্ডিতেও পা রেখেছিলেন তিনি। এআইসিসি-র সদস্য ছিলেন। বোলꦓপুর𒉰 কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও তিনি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তাঁকে বিশ্বভারജতীর তরফে শুভেচ্ছা জানানো হয়েছে।