বীরভূমে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল রবিবার। আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল এখানে। বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’꧒জন ব্যক্তি মারা গিয়েছে 💛বলে খবর। এই ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এরপর দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এই মর্মান্তিক মৃত্যুর জন্য পুলিশই দায়ী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের তাড়া খেয়ে গ্রাম ছেড়ে পালান পুলিশকর্মীরা।
ঠিক কী ঘটেছে বীরভূমে? স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন দু’জন কৃষক। কোনওভাবে বিদ্যুতের তার লেগে যায় মেশিনে। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দু’জন। এই গাড়িটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। একসঙ্গে দু’জন কৃষক মারা যাওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ে। ধান কাটার মেশিন নিয়ে এদিন মাঠে🐷 ধান কাটতে যাওয়ার সময় রাস্তায় খোলা বিদ্যুতের তার কেন ছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন তাঁরা উত্তরপ্রদেশের মথুরা জেলার কশিকালান ফালিন গ্ৰামের বাসিন্দা।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বিষ্ণু তানওয়ার (২২), বিকাশ তানওয়ার (২৪)। এরা দুই ভাই। আজ, সকালে ধান কাটার গাড়ি নিয়ে যশপুর গ্ৰা🌃ম পঞ্চায়তের ছানুচ গ্ৰাম থেকে ধান কাটার পর সদাইপুর থানার রেঙ্গুনী গ্ৰামে যাচ্ছিলেন তাঁরা। তখন তাঁদের যাওয়ার পথে রাস্তায় পড়ে ছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। এই তার তাঁদের গাড়ির সঙ্গে লেগে যায়। আর তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তা🔜ঁদের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে গ্রামবাসীরা ক্ষোভ–বিক্ষোভ দেখিয়েছেন। তবে পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।