কালিয়াগঞ্জে তিনটি ঘটনা ঘটেছে। এক, নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু। দুই, থানায় অগ্নিসংযোগ এবং পুলিসের উপর হামলা। তিন, আজ এক রাজবংশী যুবকের মৃত্যু। এই মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে। রাজ্যপাল পুলিশ রিপোর্ট তলব করেছেন। এমনকী এই ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নেমে পড়েছে রাজনীতি করতে। তারা এবার উত্তরবঙ্গে বন্ধ ডেকে দিয়েছে। ফলে আবার অশান্তির বাতাবরণ ছেয়ে গেল বাংলায় বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতেꦕ জল কতদূর গড়াবে সেটা বোঝা যাচ্ছে না।
কবে বন্ধ ডাকল বিজেপি? এদিকে উত্তপ্ত কালিয়াগঞ্জ ইস্যুকে কাজে লাগাতে নানা বিবৃতি দিত শুরু করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরীরা। তাতে আরও উত্তাপ বাড়ছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল, শুক♋্রবার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপির রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শুক্রবার ১২ ঘণ্টার জন্য বন্ধ ডাকা হয়েছে উত্তরবঙ্গের ৭টি জেলায়। এখানে নিজেদের শক্তি একটু বেশি বলে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন। সেখানে বন্ধের ডাক দিয়ে বিজেপি দেখাতে চায় ক্🎉ষমতা। অথচ বাংলার বুক থেকে বন্ধের সংস্কৃতি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর।
আর কী জানা যাচ্ছে? এখন উত্তরবঙ্গের জেলায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, তিনি আলিপুরদুয়ারে আছেন। সেখানে আগামীকালও থাকার কথা। তাই এই বিজেপির ডাকা বন্ধ বেশ তাৎপর্যপূর্ণ। কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু ൩হলেও ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তার জেরে পুলিশের উপর হামলা নামিয়ে আনা হয়। যদিও কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ। অশান্তি যাতে আর না ছড়ায়, তার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট পরিষেবা।
ঠিক কী অভিযোগ উঠেছে? এই দুটি ইস্যুতে যখন কালিয়াগঞ্জ জ্বলছে তখন রাজবংশী যুবককে পুলিশ গুলি করে মেরেছে বলে ✨অভিযোগ উঠেছে। একজনকে ধরতে এসে না পেয়ে তার বাবাকে থানায় নিয়ে যেতে চায় পুলিশ বলে অভিযোগ। তখন একজন যুবক প্রতিবাদ করে বাধা দিলে তাঁকে গুলি করা হ꧂য় বলে অভিযোগ। এই অভিযোগের কথা চাউর হতেই নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কাঠগড়ায় তোলা হয় পুলিশকে। মৃত্যুঞ্জয় বর্মণ নামে ওই যুবকের মৃত্যুতে ‘রাজবংশী’দের উপর পুলিশের অত্যাচার বলে রাজনৈতিক রং দিয়ে দেয় বিজেপি। আর তারপরই রাজ্য বিজেপি নেতৃত্ব শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে।