আসালসোলে দু’বারের জেতা আসন ধরে রাখতে পারল൩ না বিজেপি। আর এই প্রথম আসানসোল লোকসভা আসন জিতল তৃণমূল কংগ্রেস। সুতরাং লোকসভায় বিজেপির আরও একটি আসন কমে গেল। ফলাফলের পরে আসানসোল জুড়ে শোনা গেল, অ্যাংরি ইয়ং ♋ম্যানের সেই সংলাপ ‘খামোশ’। তবে এটা তিনি বলেননি। মানু্য আজ রাস্তায় নেমে এই সংলাপই আউড়েছে।
প্রায় তিন লক্ষ ভোটে জিতেছেন বিহারীবাবু। বিজেপি ত্যাগ করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহার থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। যদিও বিজেপির প্রার্থী রবিশঙ্কর প্রসাদের কাছে হেরে যান। রাজনীতির তৃতীয় ইনিংস শুরু করলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে। আর প্রথমেই হাঁকালেন ছক্কা। শনিবার ফল তাই বলছে। যদিও কিছুটা লড়াই করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু যত গণনা এগিয়েছে ততই পিছিয়ে পড়েছ♋েন ফ্যাশন ডিজাইনার রাজনীতিবিদ।
এখানে বিজেপি শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে মানুষের সামনে তুলে ধরেছিল। যা শিল্পাঞ্চলের মানুষ প্রত্যাখ্যান করেছেন। জবাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচারে বলেছিলেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘অন্তর্জলী যাত্রা’ ছবিতেও আমি অভিনয় করেছি। আসানসোল শুধু বাঙালি নয়, বিহার, ঝাড়খণ্ড–সহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষের বাসভূমি।’ আর আজ, শনিবার জয়ের পর তিনি ব𝓰লেন, ‘এই জয়🤪 মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় আসানসোলবাসীর। মমতার নির্দেশ এবং আসানসোলবাসীর আদেশে কাজ করে যাব।’