বাড়ির পাশে পানের বরজ থেকে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল। বিজেপির অভিযোগ, আত্মহত্যা হি🌟সেবে দেখানোর জন্য পূর্ণচন্দ্র দাস নামে ওই নেতাকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের অর্জুনী গ্রামের।
আরও পড়ুন : শোকাহত মমতা, রাহুল - ‘ছোꦚড়দা’-র প্রয়াণে মর্মাহত রাজনৈতিক মহল
ওই বুথে সভাপতি ছিলেন পূর্ণ। তাঁর পরিজনদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বাড়ি থেকে বেরনোর রাস্তা ব্যব♎হার করতে দেওয়া হচ্ছিল না। তাঁর ভাই সুবিমল বলেন, 'প্রতিবেশিদের সঙ্গে আমাদের ঝগড়া চলছিল। তা সমাধানের জন্য একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন দাদা। সেটা বিকেল চারটে থেকে হওয়ার কথা ছিল। কিন্তু তিনটে নাগাদ বাড়ির কয়েকশো মিটার দূরে একটি🌼 গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।'
আরও পড়ুন : ‘ভারতের সামরিক ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা’, কেন রাফ💫াল আগমনে উচ্ছ্বসিত ꧑সবাই?
বিজেপি♛র দাবি, পূর্ণের মৃত্যুর ঘটনায় জড়িত আছে তৃণমূল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘আমরা নিশ্চিত যে ঘটনায় তৃণমূল জড়িত আছে। আত্মহত্যা হিসেবে চালানোর জন্য তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।’ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, 'আমাদের দল এই ঘটনায় জড়িত নয়। মনে হচ্ছে অবসাদের জেরে আত্মহত্যা করেছেন উনি। পূর্ণের সঙ্গে প্রতিবেশিদের আইনি টানাপোড়েন চলছে। বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।'
আরও পড়ুন : ‘লোকের কাছে যেন ভুলভাল না যায়’, মমতার মন্তব্যের পর ২𒐪 বার পরিবর্ত✤ন লকডাউনের তারিখ
যদিও এটা আত্মহত্যা নাকি খুন, সে বিষয়ে পুলিশ মুখ খোলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পে🎐লে বিস্তারিত জানা যাবে।