বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ🎉 দিলীপ ঘোষের আত্মীয়রা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন আগে করেছিলেন। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য–রাজনীতি তে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অবেদন করলেন বিজেপির এক নেত্রী। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ–সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সোমবার এই আবেদনপত্র জমা দেন বলে খবর। আর তারপর বিষয়টি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছে চর্চা। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা যেত তৃণমূ🦋ল কংগ্রেসের কাছে মোক্ষম অস্ত্র। তবে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। তাই নিয়ে আনন্দে আহ্লাদিত হয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। অথচ🌸 তাঁদের দলেরই মহিলা মোর্চার রাজ্য সহ–সভানেত্রী মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পের উপরই আস্থা রাখলেন। যা নিয়ে বিজেপির অস্বস্তি শুরু হয়েছ🦩ে। এদিন পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ছিল। বিজেপি নেত্রী সেই শিবিরে আবেদন জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী এবং কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।
আর কী জানা যাচ্ছে? আগে গোপীবল্লভপুরে দিলীপবাবুর আত্মীয়ারা স্বাস্থ𒐪্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। অন্তরাদেবী একদা সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন। অধুনা তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এমনকী বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন। বিজেপি নেতারা সবসময়ই দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড 🌼নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। সেখানে বিজেপির রাজ্য নেত্রীর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাকে তৃণমূল কংগ্রেস নৈতিক জয় হিসাবেই দেখছে।