কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে কল্যাণীর এইমসে চাকরি দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার কন্যা মৈত্রী দানাকে। তা নিয়ে বিজেপির এক কর্মীই সরব হন। অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয় সিআইডি তদন্ত। এরইমধ্যে সোমবার বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরাও। বিক্ষোভের মাঝে পড়ে এবার তৃণমূল🦩ের কর্মীদেরও চাকরি দেওয়ার আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক।
বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার একটি কাপড়ের দোকান আছে। এদিন সেই দোকানের সামনে বি🧸ক্ষোভে সামিল হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মীরা। সকালে বিধায়ক যখন নিজের দোকানে বসেছিলেন, তখন আইএনটিটিইউসির শহর সভাপতি শ্যামসুন্দর দত্তের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, ‘চাকরি দাও, চাকরি চাই’। বিক্ষোভকারীদের স্লোগানের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে যান নীলাদ্রি শেখরবাবু। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানান, ‘প্রতিদিন তৃণমূলের কর্মীরা আমার দোকানের সামনে বিক্ষোভ দেখাক। আমি তাঁদের চা, জলখাবার খাওয়াব। কোনও মন্ত্রীর সুপারিশে আমার মেয়ে চাকরি পায়নি।’ একইসঙ্গে তিনি জানান, ‘যারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন𝔍, যোগ্যতা থাকলে তাঁদের ডেকে ডেকে এনে চাকরি দেব।’
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়ে পুরো বিষয়টি উল্লেখ করেন এক বিজেপি কর্মী। পাশাপাশি কল্যাণী থানায় অভিযোগও দায়ের করা হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী সুভাষ সরকার, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে ৮ জꦅনের নামে অভিযোগ দায়ের করা হয়। এরমধ্যে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নামও রয়েছে। দুদিন আগেই বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার জানান, ‘চাকরি দিয়েছি। আগামীদিনে প্রভাব যদি বাড়ে, তাহলে আরও অনেককে চাকরি দেব। একজনকে চাকরি দিতে পারলে আমি গর্ব অনুভব করি।’