উপ-নির্বাচনের আগে নির্বাচনী বিধি ভেঙে আসানসোলে লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে। শনিবার এই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই অভিযোগ নিয়ে বিজেপি কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।আসানসোল উপ-নির্বাচনের প্রচারে বাকি আর একটা সপ্তাহ। তার আগে জোরকদমে প্রচার সারছে সব দল। প্রবল দাবদাহের মধ্যে দিনভর চলছে প্রচার। আর দলের প্রচারে ঝড় তুলতে আসানসোল চষে ফেলছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর শনিবার প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের গাড়ির মাথায় রয়েছে লালবাতি। যদিও ভিডিয়োয় সেটিকে জ্বলতে দেখা যায়নি।বিজেপিসহ বিরোধীদের দাবি, আসানসোলের ভোটারদের লালবাতি দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ‘মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। যে যাকে ইচ্ছা ভোট দেবেন। এই ঘটনা আমরা কমিশনের সামনে তুলে ধরে ব্যবস্থা গ্রহণের দাবি জানাব’।তৃণমূলের সাফাই, অনুব্রত মণ্ডল বীরভূম থেকে আসানসোল যাতায়াত করছেন। নিরাপত্তার জন্য তাঁর গাড়িতে লালবাতি লাগানো থাকে। কিন্তু তা কোথাও জ্বালানো হয়নি। আর মন্ত্রী হওয়ায় মলয় ঘটকের লালবাতি জ্বালানোর অধিকার রয়েছে।