দিল্লি বꦚিধানসভা নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর তাতেই বিজেপি বিরোধী আন্দোলনে নতুন উদ্দমে আক্রমণে নেমেছেন দেশের প্রায় সমস্ত বিরোধী নেতারা। বিজেপির সমালোচনা করার সেই লড়াইয়ে মোটেও পিছিয়ে থাকতে চান না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়া সফরের মধ্যেই কেজরিওয়ালের জয়ের খবরে সংবাদমাধ্যমের সামনে বিজেপিকে প্রাথমিক আক্রমণটা সেরে রাখেন তৃণমূলনেত্রী। বাকিটা জন্য অপেক্ষায়🅠 ছিলেন মঞ্চে ওঠার। সেখানেও নিরাশ করেননি তিনি।
এদিন সকালে আপের জয় নিশ্চিত হতেই কেজরিওয়ালকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানান। পালটা কেজর𓆉িওয়ালও মমতাকে তাঁর শপথগ্রহণে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
বাঁকুড়ার মঞ্চ থেকে সেকথা জানিয়ে মমতা বলেন, ‘আজ আমি খুব খুশি। কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছি। কার𝄹ণ দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে।’ বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘একে একে নির্বাচন হলে বিজেপি স্টেটলেস হবে। একেবারে ধপাস ধুম। বিজেপি ভো কাট্টা।’
মমতা বলেন, ‘কেজরিওয়ালের জয় প্রমাণ করল আঞ্চলিক দলগুলি শক্তিশালী হয়ে উঠেছে। তাই সব জায়গায় কংগ্রেস শূন্যে পৌঁছে যাচ্ছে।’ একই সঙ্গ🙈ে তৃণমূলনেত্রীর দাবি, ‘CAA ও NRC মানুষ প্রত্যাখ্যান করেছে। বিভাজন বা বিদ্বেষ নয়, তারা চান শুধু উন্নয়ন।’