ফের রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের শিকার এক শিশু। এবার বসিরহাট পুর এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে হত উড়ে গেল এক চতুর্থ শ্রেণির ছাত্রের। রবিবার সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনা বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার। আহত শিশুর পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে ছুটির দিন বাড়ির পাশের বাগানে খেলছিল শিশুটি। তখনই বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরিবারের সদস্যরা গিয়ে দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ৯ বছরের ওই শিশু। ডান হাত উড়ে গিয়েছে তার। আঘাত লেগেছে শরীরের বিভিন্ন অংশে।সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়।ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আগে কখনও এই ধরণের ঘটনা ঘটেনি। কে বা কারা বোমা ফেরে রেখে গেল তা নিয়ে সন্ত্রস্ত তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।