কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে মালদহের কালিয়াচকে এক স্কুলছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে গ্রামে😼র জমির এক পাশে দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ছাত্রীটির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দরা দেখেন বারো-তোরো এক ছা💙ত্রীর দেহ ধান জমির পাশে পড়ে রয়েছে। সকালে যাঁরা মাঠে কাজে গিয়েছিলেন তাঁরা এই দেহ দেখতে পান। ছাত্রী পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মাঠে ভিড় করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে মেয়েটি এলাকার নয়। আগে তাঁরা মেয়েটিকে এলাকায় দেখেননি।
পুলিশ ছাত্রীর দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। যে ভাবে অবিনস্ত অবস্থায় ছাত্রীটির দেহ মাঠে পড়ে ছিল তাতে পুলিশের অনুমান, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মেয়েটির পরিবারের খোঁজ শ𓃲ুরু করেছে পুলিশ। পাশের কোনও গ্রামের কি না তা খোঁজ করে দেখা হচ্ছে। নিকটবর্তী থানায় ছাত্রীর ছবিও পাঠানো হয়েছে।
(পড়তে পারেন। কালিয়া🌳গঞ্জে নাবালিকার দেহ হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় ‘বলি’ হলেন ৪ এএসআই)
কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু ও তাঁর দেহকে যে ভাবে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছে পুলিশ তা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। তরজা চলছে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মধ্যে ইতিমধ্যেই ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর। তা নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতে জমি থেকে কালিয়াচকে উদ্ধার হল ছাত্রীর দ𝓡েহ।