ফের গুলি চলল মুর্শিদাবাদের জলঙ্গিতে। এবার বিএসএফ-এর সঙ্গে স্থানীয় গরুপাচারকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশ গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বিএসএফ এর গুলির স্ফূলিঙ্গে আগুন লেগে যায় একটি গোয়ালঘরে।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের গরুর সঙ্গে মিশিয়ে সীমান্তের ওপারে গরু পাচারের চেষ্টা করছিলেন কিছু স্থানীয়। বিএসএফ তাদের বাধা দিলে পালটা আক্রমণ করে গ্রামবাসীরা।গ্রামবাসীদের পালটা অভিযোগ, গ্রামের রাস্তা দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বাধা দেয় বিএসএফ। গরুর সংখ্যা নিয়ে বচসা শুরু করে তারা। এর পরই শুরু হয়ে যায় হাতাহাতি। বিএসএফ জওয়ানরা ২ মহিলাকে ব্যাপক মারধর করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তার পরও সংঘর্ষ চলতে থাকে। এরই মধ্যে গুলি ছোঁড়ে বিএসএফ। তার স্ফূলিঙ্গে আগুন ধরে যায় একটি গোয়ালঘরে। তবে স্থানীয়দের অভিযোগ, ইচ্ছা করে গোয়াল পুড়িয়ে দিয়েছে বিএসএফ। বিএসএফ সূত্রে পালটা খবর, ওই গোয়ালে পাচারের জন্য গরু মজুত রাখা হত।ঘটনার পর থমথমে এলাকা। ফের বিএসএফ জওয়ানরা হানা দিতে পারেন আশঙ্কায় ভয়ে কাঁটা গোটা গ্রাম।