‘অপারেশন সিঁদুর’ করার পরই পাকিস্তান টের পেয়েছে ভারতের সঙ্গে লাগলে কী সহ্য করতে হয়। তারপরও আটকে রেখেছিল রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। আজ আবার বিরাট সাফল্য পেল ভারত। কারণ নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথানত করতে হল ইসলামাবাদকে। তার জেরে ভারতে ফিরল ২২ দিন আগে পাকিস্তানের সেনাদের হাতে আটক রিষড়ার জওয়ান পূর্ণম কুমার সাউ। আজ, বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টা নাগাদ তাঁকে আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে। আর তাতেই পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর অপেক্ষার অবসান ঘটল। আর সকলকে ধন্যবাদ জানালেন।
এদিকে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন পূর্ণমের স্ত্রী রজনীর সঙ্গে। যখন স্বামীকে কিছুতেই পাকিস্তান মুক্তি দিচ্ছিল না তখন নয়াদিল্লি যেতে চেয়েছিলেন রজনী। তাঁকে যেতে নিষেধ করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তিনি চেষ্টা করছেন বলেও আশ্বস্ত করেন। ভারত সরকারের সর্বস্তরেই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফের ডিজিকেও ফোন করেছিলেন তিনি এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার পূর্ণমের মুক্তি ঘটতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী ছুটে গিয়েছিলেন পাঠানকোটে। স্বামী কেমন আছেন কোনও খবর পাচ্ছিলেন না। রাত কেটেছে। কিন্তু দু’চোখের পাতা এক হয়নি। প্রহর গুনছিলেন স্বামীর ফিরে আসার। আজ তা ঘটল।