সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া পুরসভা আস্থা ভোট নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তৃণমূল। আজ তা খারিজ করে দেয় বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।তিন তৃণমূল কাউন্সিলের ডাকে গতকাল ভাটপাড়া পুরসভায় বৈঠক হয়। সেখানে আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জেতে তৃণমূল। সেই আস্থা ভোট অবৈধ দাবি করে হাইকোর্টে যায় বিজেপি। আস্থা ভোটকে বেআইনি বলে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় পুরো ভোট প্রক্রিয়া। সেই রায়ের বিরুদ্ধে আজ ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। দ্রুত শুনানির আর্জি জানানো হয়।শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, বিষয়টি তেমন গুরুতর নয়। আজ শুনানি না হলেও চলবে। সোমবার শুনানি হলে 'মাথায় আকাশ ভেঙে পড়বে না’।