রাজ্যের জেলে মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়া সংক্রান্ত মামলায় ফের রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্টে । এপ্রিলের ৫ 🌱তারিখের মধ্যে জেলে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্যকে। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে শুক্রবার এ রিপোর্ট দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ ফেব্রুয়ারি আদালত মহিলা বন্দিদ🐷ের অন্তসঃত্ত্বা হওয়ার ঘটনায় এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল। সেই বৈঠকে কী উঠে এল, তা রাজ্যের এজি-কে রিপোর্ট আকারে ৮ মার্চ জমা দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বিচারপতি জানান, গর্ভধারণ সংক্রান্ত কোনও পরীক্ষার নির্দেশ আদালত দেয়নি। এছাড়া রাজ্যের ১৩৭৯ সংশোধনারের বর্তমা🍨নে কী অবস্থায় রয়েছে তা নিয়ে রাজ্য লিগল এড সার্ভিস এডকে নির্দেশ দেয়। এ ছাড়া জেলা সংশোধনাগারগুলির পরিস্থিতির উপর নজর চালানোর জন্য রজ্যে এজি ও অন্যান্য সরকারি কৌঁসুলিদের নিয়ে একটি কোর কমিটি গঠন করার নির্দেশ দেয় আদালত। রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট এসেছে আদালতের কাছে।
রাজ্যের কয়েদিরা তাঁদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তার জানা জন্য আদালতবান্ধব নিয়োগ করে কলকাতা হাইকোর্ট। তাঁদের খাবার-দাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তাঁদের জীবনযাপনে কোন💯 সমস্যা হচ্ছে কিনা তা দেখার কাজ এই আদালতবান্ধবের।
আদালতবান্ধব তাপস ভঞ্জ প্রথম হাইকোর্টের দৃষ্টি আর্কযণ করে বলেন, রাজ্যের বিভিন্ন জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। এর সঙ্গে তিনি আর্জি জানান, মহিলা সংশোধনাগারে পুরুষ প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির জন্য। তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্🌳টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্𒅌থ হন।
আরও পড়ুন। কাকে বাঁচাতে চাইছেন? সন্দেশখালিꦿতে শুভেন্দুর সভায় অনুমতি দিয়ে প্রশ্ন হাইকোর্টের
আদালতে তাঁর জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত বছর অবধি রাজ্যের সংশোধনাগারগুলিতে ১৯৬ জন শিশু জন্ম নেয়। এরই মধ্যে, আলিপুর মহিলা জেলেও এক জন বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার পর ৮ ফেব্রুয়ারি এর বিচার꧋ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। প্রসঙ্গক্রমে, এই ঘটনায় ৯ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। গত ১৬ ফেব্রুয়ারি সব রাজ্যের কাছে জেলবন্দি মহিলারা কী অবস্থায় রয়েছেন তার রিপোর্টও তলব করে শীর্ষ আদালত।