বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cancelled Trains in West Bengal: হাওড়া,পুরুলিয়া,দিঘা,শালিমার-সহ বিভিন্ন জায়গা থেকে ২২ ট্রেন বাতিল রেলের - তালিকা
চারদিন হিজলি স্টেশনে ক🐷াজ চলবে। সেজন্য ২৪ টি ট্রেন বাতিল করল পূর্ব উপকূলীয় রেল। আগামিকাল (৩১ জানুয়ারি) থেকে আগামী ৫ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে। কোন কোন ট্রেন বাতিল করেছে পূর্ব উপকূলীয় রেল (ইস্ট-কোস্ট রেল), তা দেখে নিন একনজরে -
- ১২৮২১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১২৮২২ পুরী-শালিমার (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর জংশন (৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
- ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
- ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
- ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম (১ ফেব্রুয়ারি)।
- ২২৮৫৪ শালিমার-বিশাখাপত্তনম (২ ফেব্রুয়ারি)।
- ১২৮৮১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
- ১২৮৮২ পুরী-শালিমার (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি)।
- ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
- ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
- ২২৮৩৫ শালিমার-পুরী (২ ফেব্রুয়ারি)।
- ২২৮৩৬ পুরী-শালিমার (১ ফেব্রুয়ারি)।
- ০৮০১১ ভজনপুর-পুরী (৩ ফেব্রুয়ারি)।
- ০৮০১২ পুরী-ভজনপুর (৪ ফেব্রুয়ারি)।
- ২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা (৩ ফেব্রুয়ারি)।
- ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম (৪ ফেব্রুয়ারি)।
- ১২৮৯৫ শালিমার-পুরী (৪ ফেব্রুয়ারি)।
- ১২৮৯৬ পুরী-শালিমার (৩ ফেব্রুয়ারি)।
- ২২৬০৫ পুরুলিয়া জংশন-ভিল্লুপুরম (৪ ফেব্রুয়ারি)।
- ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া জংশন (২ ফেব্রুয়ারি)।
বাংলার মুখ খবর