নতুন বছর 𓂃উপলক্ষ্যে চেন্নাই ও উত্তর-পূর্বের কয়েকটি জায়গার ব্যাঙ্কে আজ ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আইজল, গ্যাংটক, ইম্ফল ও চেন্নাইয়ে ছুটি রয়🍸েছে। তাছাড়া দেশের সব বড় বড় শহরে খোলা হয়েছে ব্যাঙ্ক।
আরও পড়ুন: আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ল
এছাড়াও, চলতি মাসে ♔একাধিক ছুটি রয়েছে ব্যাঙ্কে। ব্যাঙ্কে কোনও কাজে যাꩲওয়ার আগে দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রইল সেই তালিকা –
• মাসের সব রবিরার-সহ দ্বিতীয় ও শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। 𓄧সেই তারিখগুলি হল-৫,১১,১২,১৯,২৫ ও ২৬ জানুয়ারি।
• মকর সংক্রান্তির জন্য ১৪ জানুয়ারি আমেদাবাদ-সহ গুজরাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বেঙ্গালুরু (উত্তরায়ানা পুণ্যকলা মকর সংক্রান্তি), চেন্নাই (🐻পোঙ্গল), গুয়াহাটি (মাঘ বিহু) ও হায়দরাবাদে (তুসু পুজো) ১৫ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• বিভিন্ন ওকারণে চেন✤্নাইতে ১৫-১৭ জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• নেতাজি সুভাষচন্দ্র বসুܫর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ত্রিপুরাতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
• সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর কারণে কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর ও আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকব𒆙ে।।
আরও পড়ুন : নয়া বছরে নিয়ম পরিবর্তন SBI-এর, একনজরে জেনে নিন
আরও পড়ুন : আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ল