বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল হালিশহরের কোনা কলোনি এলাকা। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল সুমিত সিং নামে ১৯ বছরের এক কিশোরের। আহত হয় আরও ৩ শিশু সহ বেশ কয়েকজন। নিখোঁজ ছিল আরও ২ জন। সেই ঘটনায় তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। মাটির নিচে রাখা হয়েছিল বোমা।শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির গোয়েন্দা এবং বম ডিস্পোজাল স্কোয়াড। তারা জানতে পেরেছেন, মাটির ১৫ থেকে ১৭ ফুট নিচে এই বোমাগুলি রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের পর ওই কিশোরের দেহ মাটি থেকে ১৪ ফুট উপরে ছিটকে পড়েছিল। ঘটনার পরেই জড়িত থাকার অভিযোগে বিজেপি সাংসদ সিংয়ের এক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সিআইডি তদন্তকারী দল ঘটনাস্থল খতিয়ে দেখেন। ঘটনাস্থল পরিদর্শন করার পর আরও এক যুবকের মৃতদেহ খুঁজে পান তদন্তকারীরা। প্রথমে বোমা বিস্ফোরণের ফলে ওই যুবকের মৃত্যুর কথা জানানো হলে পরে অবশ্য সে কথা অস্বীকার করেছেন তদন্তকারীরা। জগদ্দল ঘাট থেকে ওই মৃতদেহ উদ্ধার হয়েছে। বোমা বিস্ফোরণের পর নিখোঁজ ছিল রোহিত চৌধুরী। তার খোঁজে এদিন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা নদীতে নেমে তল্লাশি চালান। তখনই মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। তবে এদিন যে মৃতদেহ খুঁজে পাওয়া গেছে তার মৃত্যু নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে সিআইডি তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনাস্থলে ১৭ থেকে ১৮ টি বোমা রাখা হয়েছিল।