আজ,বৃহস্পতিবার বিজেপি বিধায়কের বাড়িতে যাচ্ছেন সিআইডি’র আধিকারিকরা। আর তা নিয়ে এখন তুঙ্গে রাজ্য–রাজনীতি। কল্যাণীর এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে💃 যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। আজই নদিয়ায় হরিণঘাটার জাগুলিতে বঙ্কিমবাবুর বাড়িতে যাচ🌜্ছেন আধিকারিকরা।
ঠিক কী অভিযোগ উঠেছে? সিআইডি সূত্রে খবর, বিজেপি বিধায়কের 𒅌পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতা ন👍া থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে সুপারিশ করে তিনি চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ এখনও ভিত্তিহীন প্রমাণ করতে পারেননি বিজেপি বিধায়কের পুত্রবধূ। আবার সিআইডির তালিকায় রয়েছেন বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর এবং নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাও। তাঁদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে।
আর কী জানা যাচ্ছে? কল্যাণ🌌ী এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ উঠেছে বিজেপির দুই সাংসদ এবং দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কল্য𒁏াণী থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর্যন্ত হয়েছে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া এবং বাঁকুড়ার বিধায়কের মেয়েকꦆে আগেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রির নিয়োগ নিয়ে🐲ও তদন্ত করেন সিআইডি’র অফিসাররা।
ঠিক কী বল🀅ছে বিজেপি? কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং কল্যাণী এইমস হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সি–সহ মোট ৮ জনের বিরুদ্ধে। এমনকী কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ‘অভিযোগ উঠেছে যখন তদন্ত হবে। আদালত যে নির্দেশ দেবে তা মেনে নিতে হবে। তবে এই অভিযোগ ভিত্তিহীন।’