একজনের নাম চার্মিং, অন্যজনের নাম হল ডার্লিং। আসলে এগুলি হল স্নো লেপার্ড বা তুষারচিতার শাবক। আর এই দুটি শবকের এমন নামকরণ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিঙের পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কে ঢুকে শাবকদের দেখে তাদের নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের সিংহ ও সিংহীর নামকরণ করেছিলেন মমতা। আর এবার স্নো লেপার্ডের দুই শাবক সহ রেড পান্ডার চারটি শাবকের নামকরণ করলেন। খোদ মুখ্যম♛ন্ত্রী মমতা তাদের নামকরণ করায় খুশি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পাহাড়ে চাকরির পোর্টালౠ, হবে স্কিল সেন্টার, অনীতকে বড় দায়িত্ব, দার্জিলিংয়ের মন জয়ে মমতা
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ꦅবুধবার সকালে তিনি দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় তিনি দার্জিলিঙের পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কে ঢুকে পড়েন। জুলাই মাসেই এই পার্কে স্নো লেপার্ড শাবকদের💖 জন্ম হয়। চিড়িয়াখানার ঢুকে নতুন দুই সদস্যকে দেখে ভীষণ খুশি হন মমতা। তাই তাদের নামকরণ করে ফেলেন তিনি। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই ওই দুটি শাবকের নামকরণ সেরে ফেলেন। এছাড়াও জুলাইয়েই চারটি রেড পান্ডাও জন্ম নিয়েছে এই চিড়িয়াখানায়। সেগুলিরও নামকরণ করেন তিনি।
উল্লেখ্য, এই চিড়িয়াখানায় ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে চারটি রেড পান্ডা 🐠এবং দু’টি স্নো লেপার্ড জন্ম নিয়েছে। এই চিড়িয়াখানায় দুটি তুষারচিতা রাহালা এবং নাকার দুই সন্তানেরই এদিন নাম রাখেন মমতা। এদিকে, ওই চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে হয়েছে ১১। আর লাল পান্ডার সংখ্যা বেড়ে হয়েছে ১৯টি। মমতা এই লাল পান্ডাগুলির নাম রেখেছেন, ভিক্টরি, ড্রဣিম, পাহাড়িয়া এবং হিলি।
জানা যাচ্ছে, এই চিড়িয়াখানায় লাল পান্ডা এবং তুষারচিতার পাশাপাশি হিমালয়ান নেকড়ে, হিমালয়ান নীল ভেড়া, হিমালয়ান থর,টাকিনের মতো অনেক বিলুপ্তপ্রায় প্রাণী রয়েছে। সেগুলির কৃত্রিম প্রজনন সফল হয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের সিংহ ও সিংহীর নাম ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেক্ষেত্রে সিংহের নাম রাখা হয়েছিল আকবর ও সিংহীর নাম রাখা হয়েছিল সীতা। তা মামলা।গড়ায় হাইকোর্টে। শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে তাদের নাম বদ🍸লে ফেলতে হয়। সিংহের নতুন নাম রাখা হয় ‘সুরজ’ এবং সিংহীর নতুন নামকরণ করা হয় ‘তনয়া’। আর এই নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কের প্রাণীদেরও নামকরণ কর♚লেন মমতা।