শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগ🍬ম এলাকার মধ্যে দার্জিলিং জেলার কনটেনমেন্ট জোন সীমাবদ্ধ রয়েছে। বৃহস্পতিব🍎ার বিকেল থেকে পাঁচটি ওয়ার্ডের একাংশে লকডাউন শুরু হয়েছে।
রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইট অনুযায়ী, দার্জিলিঙের মোট ১১ টি এলাকা কনটেনমেন্ট জোন হ🔯িসেবে চিহ্নিত হয়েছে। সেই এলাকাগুলি হল🌟 -
১) শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর (একাংশ)।
২) শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর (একাংশ)।
৩) শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর (একাংশ)।
৪) শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর (একাংশ)।
৫) শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর (একাংশ)।
ইতিমধ্যে ওই এলাকাগুলিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়ে গিয়েছে। পরবর্তী সাত দিন কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে বলে মঙ্গলবারই নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কনটেনমেন্ট জোনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না। সব সরকারি ও বেসরকারি অফিস, বাজার, কলকারখানা এবং বাণিজ্য বন্ধ থাকবে। যাবতীয় যান চলাচলে সম্পূর্ণ বিধিনিষেধ জারি হবে। অনাবশ্যকীয় কাজ বা গতিবিধি সম্পূর্ণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চলবে। একইসঙ্গে কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসে না গেলেও চলবে বলে জানানো হয়েছে। যতটা সম্ভব নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি জিনিসপত্রের হোম ডেলিভারির ﷽বন্দোবস্ত করবে স্থানীয় প্রশাসন।