গলা পর্যন্ত দেনা। গ্রামে দ💟িনমজুরির কাজ করে যে আয় হতো তা দিয়ে সংসার চালানো বেশ কঠিন। দেনা মিটবে কী করে? এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছিল তাঁদের। তাই তিন ভাই ভিন রাজ্যে যাচ্ছিলেন কাজের সন্ধানে। সেখানে বাড়তি উপার্জনের টাকায় ঋণ শোধের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু শুক্রবারের সেই অভিশপ্ত রাত 🅘তাঁদের স্বপ্নকেই চুরমার করে দিল। করমণ্ডল এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয়েছে এই তিন ভাইয়ের মৃতদেহ। চারিদিকে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে একাধিক দেহ। আজ, রবিবারও চলছে উদ্ধারকাজ। আর বুকফাটা কান্নায় স্বজন–হারানো বেদনা।
আজ, রবিবার বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছল পাঁচজনের মৃতদেহ। এঁদের মধ্যে তিন ভাই হারান গায়েন (🌟৫১), নিশিকান্ত গায়েন (৪৩) এবং দিবাকর গায়েনের দেহ রয়েছে। আর রয়েছে বিকাশ হালদার (২৬) এবং সঞ্জয় হালদারের (৩৩) মৃতদেহও। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় একই গ্রামের এই পাঁচজনের মৃত্যু হয়। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। এখন ছড়ানেখালি গ্রামে স্বজনহারাদের হাহাকার মিশেছে আকাশে–বাতাসে। এই তিন সন্তানের মা শুভদ্রা গায়েন এখন স্থির হয়ে পড়েছেন। বাকরুদ্ধ হয়ে চোখের জল ফেলে চলেছেন। শুক্রবার সুন্দরবন এলাকায় লཧোডশেডিং থাকায় জানতে পারেননি তিন ছেলের মৃত্যুর খবর। আর এখন জানতে পেরে শোকে পাথর হয়ে গিয়েছেন।
এদিকে হারান গায়েন, দিবাকর গায়েন এবং নিশিকান্ত গায়েন মারা যাওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের বাড়ি বাসন্তীর উত্তর ম🌱োকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ছড়ানেখালি গ্রামে। মা, তিনজনের স্ত্রী, ছোট ছোট 💦সন্তানদের এবার কী হবে, তা নিয়েই চিন্তায় তাঁদের পরিজনরা। বাড়িতে রোজগেরে বলতে যে আর কেউ রইল না! তাঁদের আত্মীয় সুস্মিতা বলে এক যুবতী এই খবর প্রথম পান। যখন তিনি মোবাইল ফোনে নানা খবর পড়ছিলেন। তাই অনেক রাতেই এই খবর তিনি তাঁর ঠাকুমা –কে দেন। তারপর স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডলকে সাহায্য করতে আর্জি জানান। বিধায়কের তৎপরতায় দুই পরিবারের পাঁচজনের দেহ এল গ্রামে।