কেন্দ্রীয় সরকারের যাবতীয় চেষ্টার পরেও মুর্শিদাবাদে ভারত – বাংলাদেশ সীমান্তে যে গরুপাচার থামছে না ফের তার প্রমাণ পাওয়া গেল সোমবার। গরুপাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পাচারকারী দলের এক সদস্যের। ঘটনাটি মুর্শিদাবাদ ডোমকল ব্লকের কুপিলা এলাকার। মৃত ব্যক্তির নাম ওয়াজেদ আলি হালসানা।piতাঁকে তলিয়ে যেতে দেখে গরু ফেলে এলাকা ছেড়ে পালান গরুর মালিক। খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে দেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মৃত ব্যক্তি সাঁতার জানতেন না। তার পরেও তাঁকে গরু পার করতে নদীতে নামানো হয়েছিল।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ এবং তারপরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের লাগাতার নাকা চেকিংয়ের মধ্যে কী করে গরু সীমান্তে পৌঁছচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে, পুলিশের একাংশের মদতেই কি রকরমিয়ে চলছে গরুপাচার?