সরকারি প্রকল্প থেকে উপভোক্তাদের নাম বাদ দেওয়🌌া হলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরকমই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 🍌বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এরকমই মন্তব্য করেছেন। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এর আগেও বর্ধমানের কার্জন গেটে সরকারি প্রকল্পে দুর্নীতি নি💃য়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মীনাক✅্ষী। গতকাল বীরভূমের লোহাপুরে ডিওয়াইএফআই-এর ২০ তম জেলা সম্মেলনে যোগ দিয়ে আবারও হুঁশিয়ারি দিলেন। এদিন বীরভূমের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সরকারি প্রকল্প সহ শিক্ষায় নিয়োগে দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুট সহ একাধিক বিষয় নিয়ে শাসক দলকে আক্রমণ করেছেন। শাসক দলকে হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘চারিদিকে শুধু সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে। প্রতিবাদ করতে গেলেই সরকারের প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কোনওভাবেই তা মেনে নেওয়া যাবে না।’ তিনি মনে করিয়ে দেন, এই সমস্ত সরকারি প্রকল্প হচ্ছে সাধারণ মানুষের করের টাকা থেকে। তৃণমূল নেতাদের জমিদারের টাকা নয়। এরপরই তিনি বলেন, ‘সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হলে যে হাত দিয়ে 📖নাম কেটে বাদ দেওয়া হবে সেই হাত আর শরীরে থাকবে না। তা কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমরা তার ব্যবস্থা করব।’
সিপিএম যুবনেত্রীর এই বক্তব্যের পর শোরগোল পড়ে যায়। এ 🔯নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। পাল্টা মীনাক্ষীকে আক্রমণ করে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘এর আগেও ওরা লোকসভা এবং বিধানসভা ভোট🌜ে হেরেছে, শূন্য হয়েছে। আগামী দিনেও ওরা হারবে।’