জয়নগরের মোষমারিতে নাবালিকার দেহের সুরতহালকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল হাসপাতালে। শনিবার দুপুরে নাবালিকার দেহের সুরতহালের সময় সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক ও তৃণমূল সাংসদ। হাসপাতাল🎃ে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। ওদিকে তৃণমূল বিধায়ককে দেখেই তাড়া করেন স্থানীয়রা। পড়িমরি করে ছুটে বাঁচেন তিনি। তৃণমূল সাংসদকেও শুনতে হয় গো ব্যাক স্লোগান।
আরও পড়ুন - পাচারে♑র সময় নদিয়া সীমান্তে ♌উদ্ধার আজব প্রাণী, জানেন এর নাম কী?
পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক দিনের, ভারতের আর📖ও ৬০০ কিমি কাছে চলে 𝔍আসবে আফ্রিকা
শুক্রবার রাতে জয়নগরের মোষমারিতে উদ্ধার হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ। টিউশন পড🅰়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরিবারের দাবি, ১০ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় মোস্তাকিন সর⛦দার নামে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন দুপুরে সুরতহাল করতে ꦐনিহত নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। এর পর চূড়ান্ত অরাজকতা তৈরি হয় সেখানে। হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের গ্রামের বাসিন্দারা। তখন সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাঁকে দেখেই তাড়া করেন বিক্ষোভকারীরা। পড়িমরি করে ছুটে এলাকা ছা♕ড়েন তিনি। এর পর সেখানে পৌঁছয় স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে হাসপাতালে। এর মধ্যে হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মৃতার বাবার সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল চত্বরে সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন - পদ হারিয়ে ব♉েকায়দায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত, হতে পা🐟রে ২ বছরের জেল
শেষ খবর পাওয়া 🍷পর্যন্ত হাসপাতালে চরম উত্তেজনা রয়েছে। বিক্ষোভ দেখাচ্ছে বাম ও বিজেপি। পুলিশের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়।ꦰ অগ্নিমিত্রা পাল বলেন, বাবার সঙ্গে কথা হয়েছে। ওনাকে দেহ সংরক্ষণ করতে বলেছি। দেহ সংরক্ষণ করতে তিনি রাজি হয়েছেন। আরেকটা আরজি কর হতে দেব না এখানে।