বিশ্বজুড়ে দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ চায়ের খুব কদর রয়েছে। তবে চলতি মরশুমে এই ধরনের চায়ের রেকর্ড দর উঠল। বিগত দিনের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে এই দর। ফার্স্ট ফ্লাশ চা বলতে ঠিক কী বোঝায়? মরশুমের শুরুর সময়ে গাছ থেকে সদ্য জন্মানো যে চা পাতা ও কুড়ি তোলা হয়, তা ফার্স্ট ফ্লাশ চা হিসাবে খ্যাত। প্রতিটি মরশুমেই এই জাতীয় চায়ের দাম অন্য সব ধরনের চায়ের থেকে বেশিই থাকে। এর আগে এই ধরনের চা কেজি প্রতি ১৮ থেকে ৩০ হাজার টাকা উঠেছে। কিন্তু এই বছর বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিল। চায়ের দর গিয়ে দাঁড়াল কেজি প্রতি ২৩ হাজার টাকা। ‘গোল্ডেন টিপস টি’ গুডরিক সংস্থার বাদামতম চায়ের এস্টেট থেকে নিলামে এই ধরনের চা কিনেছে। এদিকে গুডরিক সংস্থার তরফে জানানো হয়েছে, বিরল এসওআই ১২৪০ ক্লোন থেকে কুড়ি ও পাতা সংগ্রহ করে এই বিশেষ ধরনের চা তৈরি হয়েছে। এই ক্লোন খুব সংখ্যকই পাওয়া যায়। নিলামে এই বিশেষ ধরনের চা কিনে নেওয়ার পর ‘গোল্ডেন টি টিপস’–এর তরফে জানানো হয়েছে, গুডরিক সংস্থার বাদামতম চা বাগান থেকে ফার্স্ট ফ্লাশ চা সংগ্রহ করতে পেরে খুবই ভালো লাগছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বহু দিন চা বাগানগুলি বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে চা বাগানগুলির চিত্র পাল্টাতে শুরু করে। এখন স্বাভাবিক ছন্দেই ফিরতে শুরু করেছে চা বিক্রির বাজার।