তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র স꧃াকেত গো𒁏খেলকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গুজরাটের মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে টুইট করার অপরাধে রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার এ নিয়ে প্রতিবাদের সোচ্চার হলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। ‘বিজেপি ফাঁকা হয়ে যাবে’ বলে তিনি কটাক্ষ করেছেন।
এদিন নিজের টুইটার পোস্টে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ লেখেন, ‘আমাদেরꦍ জাতীয় মুখপাত্র সাকেত গেহলটকে গ্র🧸েফতার করেছে গুজরাট পুলিশ। বিজেপি ফাঁকা হয়ে যাবে!’ উল্লেখ্য, সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিলেন সাকেত। রাজস্থানের ব🌄িমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশ। সেখানে নামার পরেই তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। রাজস্থান থেকে গুজরাট পুলিশের গ্রেফতার প্রসঙ্গে দেবাংশুর কটাক্ষ, ‘সত্যি ঘটনা টুইট করা🐓র অপরাধে যদি গ্রেফতার করা হয় তাহলে বাংলার পুলিশ কেন দিল্লি থেকে ভুয়ো খবরের ব্যবসায়ীদের ধরে এনে এনে গারদে ঢোকাচ্ছে না?’
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান নিজের টুইট পোস্টে সাকেতকে গ্রেফতারের কথা জানান। তাঁর দাবি, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাঁকে আমদাবাদে নিয়ে 🌞যাওয়া হয়েছে। ওঁকে একবারই দু'মিনিটের জন্য ফোন করতে দিয়েছিল পুলিশ। তারপরই 🅷ওঁর ফোন ও যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে নেয়। মৌরবির সেতু ভেঙে পড়া নিয়ে সাকেতের টুইট নিয়ে আমদাবাদ পুলিশ সেই মামলা দায়ের করেছে।'