বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Misti Hub: ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, মিষ্টি হাব খোলা নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর
মিষ্টি হাব খোলার বিষয়ে ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্র💛ী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এই হাবটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে দেওয়ার কথাও জানান তিনি। এই বিষয়ে জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৬ মে একটি বৈঠক ডাকা হয়েছে। কারা কারা মিষ্টি হাবে আসতে ইচ্ছুক আর কারা কারা মিষ্টি হাবে আসতে ইচ্ছুক নয়, সেবিষয়ে একটি মুচলেকা নেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যারা অনিচ্ছুক তাঁদের বদলে স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে দেওয়ার জন্য নবান্নের কাছে একটি প্রস্তাব পাঠানো হবে। জানা গিয়েছে, ৬💖 মে–এর ওই বৈঠকে হাজির থাকবেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা। এখন দেখার জেলা প্রশাস🌃নের তরফে ওই বৈঠকে কী সিদ্ধান্ত উঠে আসে।