দুপুরে ভাইকে ফোঁটা দিয়েছিলেন ২ দিদি। কিন্তু সেই ফোঁটা কাঁটা দিতে পারল না যমের দুয়ারে। রাতে দিদিকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভাইয়ের।ඣ মর্মান্তিক এই ঘটনা ডায়মন্ড হারবারের কুলেশ্বর এলাকায়। নিহত মিঠুন সরদার উস্থি থা𓄧না এলাকার সাতঘরা এলাকার বাসিন্দা।
নিহতের দিদি পূর্ণিমা মণ্ডল জানিয়েছেন, বুধবার ফোঁটা নিতে সাতঘরা থেকে কুলেশ্বরে দিদির বাড়ি এসেছিলেন মিঠুন। সেখানে ছিলেন আরেক দিদিও। দুপুরে ২ দিদি ভাইকে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। রাতে জমি নিয়ে পূর্ণিমার সঙ্গে বিবাদ বাঁধে তাঁর ভাসুরের। বিবাদ চলাচালীন পূর্ণিমাদেবী𓃲কে লক্ষ্য করে গুলি চালায় ভাসুরের ছেলে পরেশ মণ্ডল। দিদিকে বাঁচাতে তাঁকে আড়াল করে সামনে গিয়ে দাঁড়ান ভাই মিঠুন। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত মিঠুনকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর দেহে ২টি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ভাসুরের পরিবারের আক্রমণে আহত হয়েছেন পূর্ণিমাদেবী ও তাঁর বোনও।
ঘটনায় ভাসুরের ছেলেসহ পরিবারের একাধিক সদস্যের নামে অভিযোগ দায়ের করেছেন পূর্ণিমা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণিমাদেবীর দাবি, আমাদের সঙ্গে ওরা দীর্ঘদিন ধরে বিবাদ করে। অকথ্য গালিগালাজ করে। বৃহস্পতিবার রাতেও গালাগালি করছিল। এর মধ্যে পলাশ মণ্ডল হঠাৎ করে পিস্তল বার করে। আমি জানতামও না ওর কাছে পিস্তল রয়েছে। আমাকে বাঁচিয়ে ভাইটা চলে গেল। ভাইফোঁটার দিন ওরা আমার ভাইকে কেড়ে নিল। ꩲআমি বিচার চাই। আমি পলাশের ফাঁসি চাই।