আরজি কর হাসপাতালের ঘটনায় বাংলার মাটি তপ্ত হয়ে উঠেছিল। কর্মবিরতি, আমরণ অনশন, রাত দখল, ভোর দখল, দ্রোহের কার্নিভাল দেখেছিলেন বাংলার মানুষ। ওই গোটা পর্বে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার এক্স হ্যান্ডেলে মন্তব্য করতে দেখা গিয়েছি🌃ল। আর একবার পুলিশ কমিশনারকে ফোন করে অপরাধী –কে গ্রেফতার করার নির্দেশ দেন। এখন কর্মবিরতি থেকে অনশন সবই উঠে গিয়েছে। কিন্তু ওই ঘটনার প্রেক্ষাপটে ‘ডক্টরস সামিট–২০২৪’ হতে চলেছে ডায়মন্ডহারবারের আমতলায়। আগামী ৩০ নভেম্বর শনিবার ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে সমন্বয় অডিটোরিয়ামে। যেখানের প্রধান বক্তা, স্থানীয় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দুই ডাক্তারের নাম দিয়ে কর্মসূচির প্রচার শুরু হয়েছে। যা নিয়ে চর্চা তুঙ্গে।
এই ‘ডক্টরস সামিট–২০২৪’ কর্মসূচি এখন আলাদা মাত্রা পেয়েছে। কারণ এখানে প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩০ নভেম্বর আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করার দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন। যে শান্তনু সেনকে নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দলবিরোধী মন্তব্য🏅 করার জন্য। আর অভিষেক তাঁকেই কাছে নিয়ে এলেন। আরজি কর হাসপাতালের ঘটনার ৯৫ দিন পূর্ণ হওয়ার পর এই প্রথম এমন বড়মাপের কর্মসূচি নেওয়া হচ্ছে চিকিৎসকদের নিয়ে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: কাঠের গোলায় বিধ্বংসী আগুন, মাঝরাতে হাজির দমকলমন্ত্রী, ২০টি ইঞ্জিন কাজ করছে নিমতলায়
এই কর্মসূচি হওয়ার আগে রাজ্যের ৬টি উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসে যাবে। তাতে বোঝা যাবে আরজি কর হাসপাতালের ঘটনায় কোনও প্রভাব পড়ল কিনা ভোট বাক্সে। তারপর ‘ডক্টরস সামিট–২০২৪’ কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক। যেখানে চিকিৎসক সমাজের সঙ্গে সরাসরি দূরত্ব মেটাতে উদ্যোগী হবেন অভিষেক। জুনিয়র, সিনিয়র, সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রের চিকিৎসকরা সেখানে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। তবে যাঁরা কর্মবিরতি করে আন্দোলন করেছিলেন তাঁরা কি থাকবেন? উঠছে প্রশ্ন। তবে এই নিয়ে কোনও তথ্য বাইরে নিয়ে আসা হয়নি। ডাক্তারদের ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখেন, সেদিকে তাকিয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা–কর্মীরা। আবার বিরোধী দলের পক্ষ থেকেও কৌতূহল থাকবে এই কর্মসূচিকে। ঘিরে। রাজཧ্যের সমস্ত জেলা থেকেই ডাক্তাররা আমতলায় ‘ডক্টরস সামিট’ যোগ দে♈বেন বলে খবর।
তবে বিষয়টি যে বড় আকার নিতে চলেছে সেটা বোঝা গেল। এই বছর ডায়মন্ডহারবার কাপ হচ্ছে না। বদলে সেই টাকা খরচ করা হবে হেলথ ক্যাম্প। ডিসেম্বর মাস জুড়ে ডায়মন্ডহারবারের প্রত্যেকটি অঞ্চলে চলবে হেলথ ক্যাম্প। এবার ওই কমর্সূচির ‘থিম সং’ রিলিজ করা হল। যেখানে বলা হচ্ছে—‘গরিবের ভগবান, নারীদের সম্মান, তোমার সাথে জড়িয়ে/ বিপদের সেদিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছো দুহাত বাড়িয়ে। সহস্র এই লড়াই লড়ে গেছো চুপ করে, নতুন সে দিনের খোঁজে/বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি, হারবে না তুমি সহজে। সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন/এগিয়ে চলার সাহস হয়ে। তুমি অভিষেক🍬, সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম/ বাংলার যুবরাজ, আজ তোমায় জানাই সেলাম।’