Paracetamol Ice cream: আপনি এমন কোনও আইসক্রিম পেলে তার উপর ঝাঁপিয়ে পড়বেন, তাই না? এতে আসলে আপনার দোষও নেই। অসুস্থ হয়ে পড়লে এবং বিছানায় পড়ে থাকতে হলে ওষুধ ছাড়া গতি থাকে না। কিন্তু বড় হলেও অনেকের ওষুধ খেতে ভালো লাগে না।তাই ওষুধের বদলে যদি মুখরোচক কিছু খাওয়া যায়,তাহলেবেশ ভালোহয়। আর ওই মুখরোচকে যদি ওষুধের মতোই কাজ হয়,তাহলে তো আর কথাই নেই।সম্প্রতি নেদারল্যান্ডের একটি দোকানের এমনই এক আইসক্রিমের ছবি 𒊎ভাইরাল হল নেটদুনিয়ায়। আইসক্রিমটি আইসক্রিমহলেও তাতে মেশানো রয়েছে ওষুধ - প্যারাসিটামল (Paracetamol Ice cream)। সেই প্যারাসিটামল আইসক্রিমই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
আরও পড়ুন - ধাবা স্♉টাইলের ডাল পালক বাড়িতেই বা♎নিয়ে ফেলুন এভাবে, জমে উঠুক দুপুরের ভোজ
কোথায় বিকোচ্ছে এই আইসক্রিম?
প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন আইসক্রিমটি সত্যিই নেদারল্যান্ডে বিক্রি করা হচ্ছে। কিন্তু আদতে তা নয়। আইসক্রিমটি আদতে একটি বিশেষ কারণে তৈরি করা হয়। পরে ইন্টারনেট ফ্যাক্ট চেকিং কর্তৃপক্ষ নেদারল্যান্ডসের নাগেলকার্কে নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ম্যাডি নামে একটি প্যাটিসারিতে আইসক্রিমের ছবিটি শনাক্ত করেছে। তবে মাথা ধরা কমানোর এই ওষুধ আইসক্রিম সত্যিই তৈরি করা হয়েছিল। ২০১৬ সালে নেদারল্যান্ডে একটি কার্নিভাল হয়। সেই কার্নিভালের জন্যই তৈরি করা হয়েছিল এই বিশেষ আইসক্রিম (Paracetamol Ice c🎐ream Viral)। সেই সময় অন্যান্য জিনিসের সঙ্গে এটিকেও ডিসপ্লে করা হয় প্রদর্শনীশালায়। আর সেই ছবিই এতদিন পরে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন - জমে উঠুক ছুটির সন্ধ্যে, ড্রাগন চিকেনের স্বাদে জিভে꧒ আসবে জল! জানুন রেসিপি
কোথায় পাওয়া যাবে এই বিশেষ আইসক্রিম?
ওষুধের বদলে আইসক্রিম খেলেই যদি রোগ সেরে যায়, তাহলে কার না ভালো লাগে। স্বাভাবিকভাবেই সকলে তাই খোঁজ শুরু করেন আইসꦬক্রিম কোথায় পাওয়া যাবে। কিন্তু পরে ফ্যাক্ট চেকিং কর্তৃপক্ষ জানায়, এই আইসক্রিম শুধু ডিসপ্লের জন্যই তৈরি করা হয়েছিল। এটি বাজ🐽ারে বিক্রি হওয়ার কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, আর নতুন করে এটি উৎপাদনকরা হবে না বলেও জানিয়েছে ওই সংস্থার কর্তৃপক্ষ। ফলে অনেকের মনোবাসনাই অপূর্ণ থেকে গেল শেষমেশ।