ঘূর্ণিঝড় মোখার জেরে জলোচ্ছ𓃲াসের সম্ভাবনা থাকায় দিঘার সৈকতে সমুদ্রস্না নিষিদ্ধ করল প্রশাসন। রবি ও সোমবার দিঘার সৈকতে স্নান করা যাবে না বলে জানিয়ে দিয়েছে তারা। শনিবার মাইকিং করে এব্যাপারে পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মোখার প্রত্যক্ষ কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উপকূলে।
রবিবার দুপুরে বাংলাদেশ – মায়ানমার সীমান্তে ভূভাগে প্রবেশ করবে মোকা। তার আগে শনিবার বিকেলেই ঝড়টি শক্তি বাড়িয়ে রূদ্ররূপ ধারণ করেছে। ঝড়ের কেন্দ্রে বাতা꧟সের গতিবেগ পৌছেছে ঘণ্টায় ২০০ কিলো𝕴মিটার পর্যন্ত। যদিও পশ্চিমবঙ্গ সৈকত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়। ফলে কোনও প্রভাবই পড়েনি এরাজ্যে। নেই দমকা হাওয়া বা জলোচ্ছাসের কোনও সতর্কতা। ঝড়ের কেন্দ্র থেকে ছিটকে যাওয়া মেঘমালায় যদিও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আর তার জেরে কিছুটা নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা।
যদিও সাবধানের মার রাখতে চায় না পূ🐈র্ব মেদিনীপুর জেলা প্রশাসন। রবি ও সোমবার দিঘার সৈকতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। শনিবার দুপুরে মাইকিং করে সেকথা জানিয়ে দেন দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা।