মেয়ের সুবিচারের আর্তি নিয়ে বিধানসভায় গেলেন আরজি কর মেডিক্যালের নির্যাতিতার মা - বাবাসহ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিজ⛄েপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন তিনি। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ISF নেতা নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁ𒐪দের।
আরও পড়ুন - তৃণমূলের কর্মস𝓡মিতির বৈঠকে একাধিক গুরুত্বপূﷺর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমি🐭তির ꦓবৈঠকে স্পষ্ট করলেন মমতা
এদিন বেলা ১২টা নাগাদ আকজি করের নির্যাতিতার মা - বাবাকে নিয়ে গাড়িতে করে বিধানসভার প্রধান ফটকে হাজির হন সজল ঘোষ। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাঁদের টাউন হলের দিক থেকে ঢুকতে বলেন। এর পর গাড়ি ঘুরিয়ে টাউনহলের দিক থেকে বিধানসভায় ঢোকেন নির্যাতিতার বাবা - মা। সোজা চলে যান বিরোধী দলনেতার কক্ষে। সেখানে আরজি করকাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জারি রাখতে অনুরোধ করেন নির্যাতিতার বাবা। সঙ্গে আলাদতের লড়াইয়েও সহযোগিতা চান। সুবিচার আদায় করতে আন্দোলন জারি রাখা অত্যন্ত🔜 দরকারি বলে উল্লেখ করেন তিনি। তাঁদের সম্পূর্ণভাবে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। বলেন, সুবিচারের দাবিতে বিজেপির সমস্ত বিধায়ক সক্রিয় থাকবেন। এর পর আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করার কথা রয়েছে নির্যাতিতাতর বাবা মায়ের।
আরও পড়ুন - মুখপাত্রের ꧒পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রা🏅শ হাতে রাখলেন মমতাই
আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুন হওয়া মহিলা চিকিৎসকের বাবা মা ঘটনার কয়েকদিন পরেই রাজ্য সরকারের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্র🍷ী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ভাইফোঁটার দিন সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁর বাবা - মায়ের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দুবাবু। এবার তাঁরা বিধানসভায় এলেন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। যদিও নির্যাতিতার বাবা জানিয়েছেন, একজন সাধারণ মানুষ হিসাবে বিরোধী দলগুলির কাছে সহযোগিতা চাইতে এসেছেন তিনি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।