বহু অভিনেতা পর্দায় সিক্স-প্যাক অ্যাবস প্রকাশ করছেন, আবার চরিত্রে খাতিরে অনেকেই নিজের ওজন বাড়িয়ে পর্দায় ধরা দিয়েছেন। যেমন 'দঙ্গল'-এ আমির খান। তাই অভিষেক বচ্চনই💃 প্রথম নন, যিনি সিক্স-প্যাক অ্যাবস ছাড়াই পর্দায় ধরা দিচ্ছেন। কিন্তু সুজিত সরকারে 'আই ওয়ান্ট টু টক'-এর প্রথম লুকে পটবেলিড অবতারে ধরা দিয়ে সবার নজর কড়েছেন 🐎অভিনেতা। তাঁর এই লুক নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। আর সেই লুক নিয়েই এবার মুখ খুললেন নায়ক।
গালাটা প্লাসকে দেওয়া এক সাক্ষꦺাৎকারে, তিনি প্রকাশ করেছিলেন যে ⛎যারা এতে সাফল্য লাভ করেন তাঁদের তুলনায় তিনি সব সময় অহংকার ছাড়াই এই ভূমিকা উপভোগ করেছেন।
সুজিত সরকার অভিষেকের কাছে তাঁদের নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক'-এ মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। এই ছবিতে সিনেমায় ক্যানসার সারভাইভারের চরিত্রে অভিনয় করতেജ দেখা যাবে নায়ককে। এই চরিত্রে অভিনয় করার সুবাদে অভিনেতাকে ভুঁড়িতে দেখা যাবে। ছবিতে তাঁর প্রথম লুক দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন তিনি।
অভিষেকের কথায়, 'ছবিটির প্রস্তাব দেওয়ার পর সুজিত আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা হল, 'দেখুন, আমি ওই পটবেলি চাই। আপনি কি এটা করতে ইচ্ছুক?' আমি বললাম,🔯 ‘অবশ্যই। আমি ওঁর সঙ্গে এই কাজটা করতে গিয়ে খুব নিশ্চিত ছিলাম, কারণ আমি জানি সুজিত অনেক ভেবে এই চরিত্রটা তৈরি করেছে। সেখানে একটা নান্দনিকতা তৈরি রয়েছে। আর চরিত্রটিরও এটা প্রয়োজন ছিল।’
আরও পড়ুন: 'সমান বুক,মুরগির 🍨ঠ্যাং...',স্কুলজীবন থেকেই শরীর নিয়ে ভয়ঙ্কর ট্রোলের শিকার অনন্যা!
অভিনেতা আরও বলেন, 'আমি সবসময় এটা বলেছি। যেমন, 'আই ওয়ান্ট টু টক অ্যান্ড গুরু' (২০০৬) ছবিতে আমি আমার অ্যাবস দেখিয়েছি, কিন্তু ধুমে নয়। কারণ এসিপি জয় দীক্ষিত একজন পুলিশ, আর তার চরিত্রটা কখনওই শার্টলেস হয়ে ঘুরে বেড়াবেন না। জয় দীক্ষিত তেমন মানুষ নয়। যদি কিꦿছু হয়ও তবে সে একটা গেঞ্জিও পরে থাকবে। নিজের ক্ষমতা জাহির করার জন্য শরীর দেখানোর দরকার নেই। এটাই ছিল আমার ভাবনা। কখনও মানুষ পায়, কখনও পায় না। তবে আমাকে এটি পেতে হবে কারণ আমি সেই চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তুলছি।'
'আই ওয়ান্ট টু টক'-এ অভিষেকের চরিত্রই একমাত্র চরিত্র নဣয়। ২০০৬ সালে মণি রত্নমের 'গুরু' দিয়ে শুরুটা করেছিলেন তিনি। সম্প্রতি অর্থাৎ ২০২১ সালে তিনি ‘কুকি গুলাটির ক্রাইম ড্রামা দ্য বিগ বুল’ এবং দিয়া অন্নপূর্ণা ঘোষের অ্যাকশন থ্রিলার ‘বব বিশ্বাস’ও করেছেন, যার চেহারাও একই রকম ছিল।
আরও পড়ুন: বিচ্ছেদের পর রহমান𒁃ের ২০০০ কোটির বিপুল সম্পত্তি অর্ধেক পাবেন সায়রা বানু? জানালেন আইনজীবী
সাক্ষাৎকারে অভিষেক আরও জানান যে, কোনও চরিত্রের জন্য ওজন বাড়ানো তাঁর কাছে আর চ্যালেঞ্জিং বলে মনে হয় না কারণ তিনি এর আগেও কয়েকবার এটি করেছেন। এখন একটি বলিউড সিনেমার প্রচলিত প্রধান চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ রয়েছে কারণ তিনি ১০ 🧸বছরেরও বেশি সময় ধরে একটিও করেননি। অভিষেককে এরপর ‘বি হ্যাপি’, ‘হাউসফুল ৫’ এবং ‘কিং’-এ দেখা যাবে।