মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে শেষ হল তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সোমবার সন্ধ্﷽যা সাড়ে পাঁচটা নাগাদ বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের 🐼মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, বৈঠকে নতুন কয়েকজনকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে। এছাড়া মুখপাত্র হিসাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন নেতানেত্রীকে।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ♈্ডবের অভিযোগ TMCর বি꧒রুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ 🧸কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে’
চন্দ্রিমা বলেন, ‘কয়েকজনকে জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন, বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্🦋যোপাধ্যায় ও জাভেদ খান।
এছাড়া তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটিকে পুনর্গঠন হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘সংসদে শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দোস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক।’ তিনি বলেন, কারও বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠলে ৩ বার শো ꦓকজ করা হবে তাঁকে। তিন বারেও কেউ জবাব না দিলে তাঁকে সাসপেন্ড করবে দল।’
চন্দ্রিমಞা জানিয়েছেন দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য।’
বিধানসভার শৃ🤪ঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য’।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দে🔜ব
রাজ্যের বিভিন্ন বিষয়ে মুখপাত্রদের দায়িত্ব⛦ ভাগ করে দেওয়া হয়েছে সোমবারের বৈঠকে। কোন মুখপাত্র কোথায় কথা বলবেন তা ঠিক করবেন অরূপ বিশ্বাস। জাতীয় ⛦রাজনীতি ও সংসদীয় বিষয় নিয়ে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দোস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এছাড়া অর্থনৈতিক বিষয় নিয়ে বলবেন, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে বলবেন, শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ নিয়ে বলবেন, গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক। বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, শশী, কুণাল ঘোষ ও সুমন কাঞ্জিলাল।