ইডির বিশেষ আদালতে জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়। পাঁচ লাখ টাকার বন্ড জমা দিতে হবে তাকে। সেই সঙ্গে তাকে পাসপোর্ট জমা দিতে হবে। তবে জামিন পেলেও কলকাতার ব꧂াইরে যেতে পারবেন না তিনি।
এদিকে ট্রায়াল শুরু হয়নি এখনও। সেই যুক্তি দেওয়া হয়েছে অর্পিতার আইনজীবীদের তরফে। এরপরই জামিন মেলে তার। এদিকে অর্পিতা মুখোপাধ্য়ায়ের জামিন মেলার ঘটনায় একেবারে শোরগোল পডꦕ়ে গিয়েছে।
প্রসঙ্গত, ৫০ কোটি নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে। সেখান থেকে একাধিক নথিও মিলেছিল বলে খবর। তবে এবার শিক্ষা দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন পেলেন অর্পিতা। প্রসঙ্গত, ২৩শে জুলাই ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকে।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা।ಞ এমনটাই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। এবার সেই অর্পিতা জামিন পেলেন। তবে এখানও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে এর একটা সময় কার্যত একই শব্দবন্ধনীতে উচ্চারিত হত দুটি শব্দ। অপা। অর্পিতা মুখোপাধ্য়ায় আর পার্থ চট্টোপাধ্য়ায়। এবার জামিন পেলেন অর্পিতা। এদিকে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। কিন্তু সেই টাকা আদতে কার? সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও। তবে আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়🐻ের আইনজীবী অবশ্য় আগেই জানিয়েছিলেন, অর্পিতা চট্টোপাধ্য়ায় সমস্ত টাকার দায় আমার মক্কেলের উপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন।
এর আগে আদালতে দেখা গিয়েছিল, মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যাবতীয় সংসর্গ এড়াতে তৎপর পার্থ। তাঁর আইনজীবী স𝔍েই সময় জানিয়েছিলেন, যার কাছে টাকা তিনি যদি অস্বীকার করেন তাহলে আমার কী করার আছে? অর্পিতা বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন। তার খারাপ মানসিকতা কীভাবে জানব? একটা খামে আমার নাম লেখা ছিল সেটাই দুর্নীতির প্রমাণ, এটা কীভাবে সম্ভব? যদি সব স্বীকারও করা হয়, তার মানেও এটা নয় যে যাবতীয় জিনিসের মালিক আমি।
এদিকে বুধবার শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতিদেবীর মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেꦍ প্যারোলের আবেদন জানিয়েছিলেন অর্পিতা। তাঁর ২ দিনের প্যারোল মঞ্জুর করেছিল হাইকোর্ট। বৃহস্পতিবার রাতে অর্পিতাকে বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। প্যারোলে মুক্তির পর বৃহস্পতিবার বাড়িতে ফিরেছিলেন তিনি। তিনি আক্ষেপ করেছিলেন, ‘আমাকে কেউ একবার জানাল না। তাহলে ভালো চিকিৎসার ব্যবস্থা করতাম।’
এবার জামিন পেলেন অর্পিতা।