আইপিএল ২০২৫-এর মেগা নিলামে আকাশছোঁয়া দাম পেয়ে আত্মবিশ্বাস কতটা বেড়েছে, বুঝিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার। বিপুল অর্থে কেকেআরের স্কোয়াডে ফেরার পরের দিনই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামেন বেঙ্কটেশ। তিনি ব্যাট হাতে ঝড় তোলেন রাজ্যদল মধ্যপ্রদেশের হয়ে। উল্লেখযোগ্য বিষয় হল, ম✨ারকাটারি ইনিংসে বেঙ্কটেশ কোনও চার মারেননি। তিনি শুধু ছক্কা𒅌য় ডিল করেন।
সোমবার স🍸ৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধ মাঠে নামে মধ্যপ্রদেশ। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশ অধিনায়ক রজত পতিদার। মধ্যপ্রদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ব্যাট হাতে ঝড় তুললেন রজত পতিদার ও বেঙ্কটেশ আইয়ার
ঝোড়ো হাফ-সেঞ্চুর💖ি করেন ক্যাপ্টেন রজত। তꦿিনি ৩৬ বলে ৭৮ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আগ্রাসী ইনিংসে পতিদার ৬টি চার ও ৬টি ছক্কা মারেন। বেঙ্কটেশ আইয়ার মাত্র ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। অর্থাৎ, বেঙ্কটেশের স্ট্রাইক-রেট ছিল ২১৭.৬৪। বেঙ্কটেশ কোনও চার মারেননি। তবে তিনি ৪টি ছক্কা মারেন।
এছাড়া ৩০ বলে ৪০ রান করেন শুভ্রাংশু সেনাপতি। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১꧑৩ বলে ২৮ রান করജেন হরপ্রীত সিং। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। মেঘালয়ের হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন অনীশ চরক।
পালটা ব্যাট করতে নেমে মেঘালয় ১৯.৪ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায়। ১০১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মধ্যপ্রদেশ। মেঘালয়ের হয়ে রোশন ২৮ ও অর্পিত ১৯ রান করেন। বাক🐼িরা কেউই বলার মতো রান করতে পারেননি।
মধ্যপ্রদেশের হয়ে আর্শাদও খান ২.৪ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৩ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন কুলবন্ত খেজরোলিয়া। বেঙ্কটেশ আইয়ার ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন শিবম শুক্লা, কুমার কার্তি🐼কেয়া, অভিষেক পাঠক ও রাহুল।
আইপিএল নিলামে মোটা টাকা পকেটে পোরেন বেঙ্কটেশ
উল্লেখ্য, রবিবার আইপিএল ২০২৫-এর 🗹মেগা নিলামে বিস্তর টাকা খরচ করে বেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কেকেআর। এবছর কেকেআরের সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হন বেঙ্কটেশ। কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারদের সর্বকালীন তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন বেঙ্কটেশ।