এবারে বোলিং অ্যাটাক ভালোই সাজিয়ে নিল দিল্লি ক্যাপিটালস দল। এমনিতে দিল্লি ক্যাপিটালসের সুনাম আর বদনাম দুই রয়েছে, ক্রিকেটারের দাম বাড়িয়ে দেওয়ার জন্য।𝐆 অতীতে বহুবার দেখা গেছে, এমন ক্রিকেটারের জন্য তাঁরা বিড করে অনেকটা দাম বাড়িয়ে দিয়ে নিজেরা আর কেনেননি। তবে এবারে তাঁদের দল মোটের ওপর ভালোই হল।
মুকেশকে ফেরালো দিল্লি-
দ্বিতীয় দিনের নিলামে দিল্লি ক্যাপিটালসের হয়ে অতীতে খেলা পেসার মুকেশ কুমারের নিলাম ওঠে। চেন্নাই সুপার কিংস থেকে পঞ্চাব কিংস, একাধিক দল মুকেশের জন্য বিড করে। শেষ পর্যন্ত মুকেশ কুমারকে প্রায় নিয়েই ফেলেছ๊িল পঞ্জাব কিংস। কিন্তু এরপরই আরটিএম কার্ড ব্যবহার করে দিল্লি ক্যাপিটালস, এরপর দীর্ঘ আলোচনার পর সেখানেই তাঁকে দলে তুলে নেয় দিল্লি।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজ𒁏াল𝔍েন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
আরটিএম কার্ড ব্যবহার দিল্লির-
নিꦉর্ধারিত বিডিংয়ের সময় ভারতীয় দলের হয়ে খেলা এই পেসারের জন্য চেন্নাই সুপার কিংস এবং পঞ্চাব কিংস লড়াইয়ে ছিল। শেষ পর্যন্ত তাঁর দাম উঠেছিল ৬.৫ কোটি টাকা। কিন্তু আরটিএম কাজে লাগাতে ফের পঞ্জꦐাবকে নতুন একটি দাম নির্ধারণ করতে বলা হয়। তখন তাঁরা মাত্র দেড় কোটি টাকা বাড়িয়ে ৮কোটি করেন। তখন দিল্লি দল তাঁদের এই পুরনো ঘোড়াকে দলে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নেন। হেমাং বাদানির সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন-ICC চ্যাম্🧸পিয়ন্স ট্𓄧রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
দিল্লির বোলিং অ্যাটাক বেশ ভালো-
এবারে দিল্লি দল বেশ ভালো হল। নিলামে একাধিক তারকাকে দলে নিল এই ফ্র্যাঞ্চাইজি। প্রথমেই লোকেশ রাহুলকে নেয় তাঁরা। এরপর একে একে মিচ🌃েল স্টার্ক, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার জ্যাক ফ্র🥂েজার ম্যাকগুর্ক, ফ্যাফ দুপ্লেসিসদেরও দলে নেয় দিল্লি। বোলারদের মধ্যে মিচেল স্টার্কের পাশাপাশি রয়েছেন বাঁহাতি পেসার টি নটরাজন এবং মুকেশ কুমার। এছাড়া জোড়া স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবও দলে আছে।
Vi✱deo- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
এলএসজিতে আকাশদীপ-
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুꦐতে গতবার খেলা ক্রিকেটার আকাশদীপকে দলে নিল লখনউ সুপার জায়ান্ট। ভারতের জাতীয় দলের এই স্পিডস্টারের দাম উঠল ৮ কোটি টাকা। তাঁকে দলে ফেরানোর সুযোগ ছিল আরসিবির কাছে, কিন্তু তাঁরা খুব একটা ইচ্ছাপ্রকাশ করল না আকাশদীপকে দলে ফেরাতে, ফলে নতুন গন্তব্যে বাংলার হয়ে খেলা এই পেসার।