বাংলা নিউজ > বিষয় > আরজি কর
আরজি কর
সেরা খবর
সেরা ভিডিয়ো
আর জি কর কাণ্ড ঘিরে প্রতিবাদ অব্যাহত। শুক্রবার হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত ৪২ কিলোমিটার রাস্তা জুড়ে চলে রিলে মিছিল। মধ্যরাত গড়াতেই শ্যামবাজার পৌঁছায় মিছℱিল। সেখানে নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মশাল। চোখের জল মুছে বক্তব্য রাখলেন নির্যাতিতার মা। মধ্যরাতের শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে তখন বহু মানুষের ভিড়। ভিড়ের মধ্যে ছিলেন সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ, জুনিয়র চিকিৎসক সহ 𓆏বহু বিশিষ্টরা। বক্তব্য রাখলেন নির্যাতিতার বাবা। বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। গোটা শ্যামবাজার চত্বর তখন স্লোগানে মুখর। বক্তব্য রাখলেন জুনিয়র চিকিৎসকরাও।
সেরা ছবি
রাজন্যা ও প্রান্তিকের শর্ট ফিল্মের কথা তুলে ধরে কোর্টে ইন্দিরা জয় সিং বলেন,'একটি ছবি প্রকাশ হওয়ার কথা ইউটিউবে, মামলা এখন প্রাথমিক পর্যায়ে, স্পর্শকাতর বিষয়, এই অবস্থায় কি ছবিটি প্রকাশ হওয়া উচিত?' শুনে কোর্ট জানায়, ছবি বন্ধের জন্য আইনি পদক্ষেপ করতে পারেন।