আরজি কর🥀 মেডিক্যালে আর্থিক দুর্নীতিকাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন ঘটনায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী বিপ্লব সিং। সোমবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে জামিনে🐟র আবেদনের শুনানিতে তিনি দাবি করেন, আরজি কর হাসপাতালের কাছে এখনও ৭ লক্ষ ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে তাঁর। শুধু তাই নয়, কলকাতা ও জেলার একাধিক হাসপাতালে তিনি চিকিৎসা সামগ্রী সরবরাহ করেন বলে দাবি করেছেন অভিযুক্ত।
সোমবার জামিনের আবেদনের শুনানির সময় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত বিক্রম সিংয়ের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করে থাকেন। এসএসকেএম হাসপাতাল, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স, হাওড়া সদর হাসপাতালে চিকিৎসাসামগ্রী সরবরাহ করার বরাত রয়েছে তাঁর সংস্থার কাছে। চিকিৎসাসামগ্রীর মান খারাপ হলে এত জায়গায় সরবরাহের দায়িত্ব কী করে পেলেন তিনি? আইনজীবী আরও বলেন, আরজি কর মেডিক্যালের কাছে এখনও ৭ লক্ষ ৬০ হাজার টাকা পাওনা রয়েছে তাঁর মক্কেলের। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলে টাকা বকেয়া থাকল কেন? যদিও সিবিআই আদালতে দাবি করেন, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আরজি কর মেডিক্যালে চিকিৎসা সামগ্রী সর💃বরাহের বরাত পেয়েছে মা তারা ট্রেডার্স।
আরজি করে আর্থিক তছরূপে বিক্রম সিংহের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তাঁর দাবি ছিল সন্দীপ ঘনিষ্ঠ বিক্রম সিং হাসপাতালে নিম্নমানের সামগ্🍰রী সরবরাহ করতেন। বাকি টাকাটা বাটোয়ারা করে নিতেন ২ জনে।