বাংলা সারেগামাপা-র নতুন সিজন দারুণ হিট। দর্শকমনে জায়গা করে নিয়েছে💧ন আরাত্রি🐎কা, অনীক, অঙ্কনা, ঐশী-রা। বর্তমানে এই খুদেদেরই দেখা মিলল দিদি নম্বর ১-এর মঞ্চে। নিজেদের গান, দুষ্টুমি, সারল্য দিয়ে প্রত্যেকে জয় করে নিলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের মন।
জুটি বেঁ🅘ধেছিলেন আরাত্রিকা-অনীক, অঙ্কনা দে-সৃজিতা হালদার, অতনু মিশ্র-বনশ্রী বিশ্বাস, ঐশী-তিথি রায়𒐪 কাজী। দিদি নম্বর ১-এ অনীককে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিতে দেখা গেল আরাত্রিকাকে। ভাদুলের এই মেয়ে বললেন, ‘ও অবশ্য শুধু আমার বেস্ট ফ্রেন্ডও নয়, ও আমার খুব ভালো ছাত্র’। তাতে রচনা বলেন, ‘গ্রুমিং হাউজে তো মনে হয়, ও-ই টিচার’!
নিজের গানের খাতা নিয়ে এসেছিল অনীক। যা সে তুলে দেয় রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে💎। শুধু তাই নয়, দিদির💦 অনুরোধে দুটো গানও গেয়ে শোনায় সে।
গেম শো-তে এই খুদেরা অংশগ্রহণ তো করলই, সঙ্গে ফাঁস করল একে-অপরের ব্যাপারে নানা অজানা কথাও। যেমন বনশ্𝐆রী-র ‘পেটুক’ স্বভা🐎ব নিয়ে বেশ মস্করা হল। অতনুর অভিযোগ, গানের রেওয়াজ করতে নাকি একেবারেই চায় না বনশ্রী। তাতে আরাত্রিকাও সহমত হয়ে বলে, এসে শুধু কী খাবার আছে সবার কাছে তাই জানতে চায় বনশ্রী।
সারেগামাপা-র অভিজ্ঞতা নিয়ে ক্লাস এইটে🌱র আরাত্রিকাকে বলতে শোনা গেল, ‘এটা আমাদের দুজনের কাছেই নতুন একটা অভিজ্ঞতা। অনেক অনেক কিছু শিখতে পারছি। অনেক বিশেষ মানুষকে সামনে থেকে দেখতে পারছি। রোজ নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি।’
প্রিয় বিচার♏ক কে? অনীক নিল ‘জাভেদ স্যারের’ নাম। আরাত্রিকা অবশ্য বয়সে একটু বড় হওয়ায়, কাটিয়েই গেল সে কথা। তার জবাব, ‘সবাই-সবাই’!ౠ আর কে রাগি প্রশ্নের জবাবে অনীক নিল ইন্দ্রদীপ দাশগুপ্তের নাম! ক্লাস টুয়ে পড়ে মেদিনীপুরের ঘাটালের ছেলে এখন বাংলার ঘরে ঘরে মানুষের মন জয় করে নিয়েছে।
তবে দেখা গেল, একটুর💧 জন্য দিদি নম্বর ১-এর ট্রফি জেতা হল না তার আর আরাত্রিকার। ৬০ স্কোর করে দুজনে মিলে। আর ঐশী ও তিথির স্কোর হয় ৬৫।