রচনা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করতে গিয়েছিলেন। আর সেইসময় ‘কিউসেক’-কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে ‘কুইসেক’ বলে পালটা কটাক্ষের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর। শুধু তৃণমূল কংগ্রেস নয়, তাঁকে কটাক্ষ করেছে বিজেপিও। ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি কটাক্ষ করে বলেন, ‘কুইসেক না কিউসেক? দীপ্সিতা ধরের এই বক্তব্য শোনার পর আমি প্রচণ্ড কনফিউসড। উচ্চশিক্ষিত বামপন্থী দিদিভাই যখন বলেছেন, তখন ঠিকই বলেছেন হয়ত।’
'কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে'
আর যে ভিডিয়ো নিয়ে নﷺেটিজেনদের একাংশ দীপ্সিতাকে ট্রোল করতে শুরু করেছেন, তা হুগলির তৃণমূল সাংসদ রচনার ‘কুইন্টাল, কুইন্টাল’ কথার প্রেক্ষিতে বলতে গিয়েছিলেဣন সিপিআইএম নেত্রী। গত ২৫ সেপ্টেম্বর হুগলির বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে (ডিভিসি) আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, 'কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে।'
‘কুইন্টাল-কুইন্টাল চাল গুনতে ব্যস্ত’, কটাক্ষ রচনাকে
আর জলের পরিমা💟পের একক গুলিয়ে ফেলায় তুমুল কটাক্ষের মুখে পড়েন রচনা। নেটিজেনরা তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁকে আক্রমণ শানান। সেই রেশ ধরেই রচনাকে আক্রমণ শানাতে যান দীপ্সিতা। ভাইরাল ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘যাঁরা কুইন্টাল-কুইন্টাল চাল গুনতে ব্যস্ত থাকেন, তাঁরা জলের পরিমাপ করার যে ইউনিট, সেটা কুইন্টাল নাকি কুইসেক, সেটা ভুলে যাওয়াই স্বাভাবিক।’ তবে সে♓ই ভিডিয়োটি ঠিক কবেকার, তা ঠিক স্পষ্ট নয়।
নেটপাড়ার কটাক্ষের মুখে দীপ্সিতা
আর সেই ভিডিয়ো পোস্ট করে এক নেটিজেন কটাক্ষ করে বলেন, ‘রচনা বন্দ্যোপাধ্যায় মূর্খদের দল করেন। উনি কুইন্টাল কুইন্টাল জল বলেছেন। ভুল বলেছেন। দীপ্সিতা ধর শিক্ষিত দল করেন। তাই কিউসেক না বলে কুইসেক বলেছেন........ উনি ঠ🗹িকই বলেছেন।’ অপর একজন আবার বলেন, ‘দীপ্সিতা ধর কুইসেক বলছেন। আসলে এটা কি?’ সেই রেশ ধরেই তরুণজ্যোতি বলেন, 'এটা আমার সাবজেক্ট ছিল না, সুতরাং ধারণা কম। আপনারা যদি কেউ আমার এই ছোট্ট কনফিউশনটা একটু ক্লিয়ার করে দেন, তাহলে ভালো লাগবে।'
'গরুর দুধে সোনা আছে, সেটা তো বলেননি'
যদিও তরুণজ্যোতিকে পালটা আক্রমণ শানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, নেহাতই ‘স্লিপ অফ টাং’ হয়েছিল দীপ্সিতার। তা নিয়ে এত হইচই করার কোনও মানে হয় না। অপর এক নেটিজেন বলেন, ‘একটু যদি রসিকতাবোধের বিষয়টা বুঝতে পারতেন! স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কুই🍒ন্টালকে ট্রোল করে কুইসেক বলেছেন দীপ্সিতা।’ একজন আবার বলেন, ‘যাক! গরুর দুধে স꧋োনা আছে, সেটা তো বলেননি।’